পাহাড় সফরে মুখ্যমন্ত্রী!

ফের তিন দিনের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী! মঙ্গলবার সেখানে জিটিএ-র পর্যালোচনা বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন জিটিএ ও রাজ্য সরকারের আধিকারিকরা। তিনদিনের পাহাড় সফরে বুধবার মংপুতে রবীন্দ্র ভবনের কাছে নয়া বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এই বিশ্ববিদ্যালয় ঘিরে পাহাড়বাসীর মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। কেননা পাহাড়বাসীকে উচ্চশিক্ষার জন্য এতদিন সমতলে যেতে হত। পাহাড়ে ইংরেজি মাধ্যমের স্কুল থাকলেও বিশ্ববিদ্যালয় ছিল না। তা ছাড়া সমতলে পড়াশোনায় খরচের সঙ্গে সময়ও লাগত। বিশ্ববিদ্যালয় তৈরি হলে, সেই অসুবিধা মিটবে। পাহাড়বাসীর পড়াশোনার ক্ষেত্রে রাজ্য সরকারের সিদ্ধান্ত একটা ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছেন জিটিএ-র চেয়ারম্যান বিনয় তামাং। বিশ্ববিদ্যালয়ের নাম দার্জিলিং বিশ্ববিদ্যালয় রাখার দাবিও উঠেছে।
এর পাশাপাশি, জিটিএ এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনার কথা রয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস ছাড়াও ম্যালেতে শিক্ষক দিবসের অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।