বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাত্র ১০ টাকায় মিলবে এই যোগী থালি

News Sundarban.com :
সেপ্টেম্বর ৩, ২০১৮
news-image

আম্মা থালি এবং আম্মা ক্যান্টিন পর এবার সেই তালিকাতেই যোগ দিল যোগী থালি ৷ মাত্র ১০ টাকায় মিলবে এই যোগী থালি ৷ কি কি পাওয়া যাবে এই থালিতে ? ভাত, তন্দুরি রুটি, ডাল, কারি, সবজি এবং চাটনি ৷ রবিবার এই বিশেষ থালিটির সূচনা করেন এলাহাবাদের মেয়র অভিলাশ গুপ্তা ৷ তিনি বলেন, ‘এই উদ্যোগটি একেবারেই ব্যক্তিগত ৷ রাজ্যের গরীব, দু:স্থ এবং মানসিক কিংবা শারিরীকভাবে প্রতিবন্ধীদের জন্যই মূলত এই বিশেষ থালির সূচনা করা হয়েছে ৷’তবে, ব্যতিক্রম একটাই ৷ মুখ্যমন্ত্রীর নামে এই প্রকল্পটি তৈরি হলেও এটি একেবারেই ‘আম-আদমি’ প্রকল্প ৷ ২০১৯ নির্বাচনের আগে এটাই কি তবে হতে চলেছে রাজ্যের বিজেপি সরকারের মোক্ষম চাল ? এটি নিয়ে প্রশ্ন উঠছে ৷
এই যোগী থালি সূচনার নেপথ্যে রয়েছেন দিলীপ অ্যালিয়াল ৷ তবে, তিনি সরকারি কোনও কাজে যুক্ত নন ৷ একেবারেই ব্যক্তিগতভাবে তিনি এই প্রকল্পটির সূচনা করেন ৷ কিন্তু যোগী আদিত্যনাথের নামে কেন এই প্রকল্পটির সূচনা করলেন তিনি ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি চাইনা রাজ্যের কোনও ব্যক্তি খালি পেটে রাত কাটাক ৷ তাই এই থালির সূচনা করি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে ৷ কারণ তিনি রাজ্যের প্রতিটি মানুষের জন্য কাজ করেন ৷ আর তার এই কাজ নি:সন্দেহে প্রশংসনীয় ৷’

এলাহাবাদের আত্তারসুইয়া এলাকায় প্রাথমিকভাবে মিলছে এই থালি ৷ যদি যোগী থালির চাহিদা ক্রমশ বাড়ে ৷ তাহলে আরও বেশ কয়েকটি জায়গায় এই থালি খোলার পরিকল্পনা চলছে বলে জানালেন দিলীপ বাবু ৷ এমনকী, এই বিশেষ যোদী থালির সঙ্গে দেওয়া হতে পারে একটি মিষ্টিও ৷এর আগে তামিলনাড়ুতে আম্মা থালি চালু করা হয় ৷ যার প্রভাব পড়েছিল রাজ্যজুড়ে ৷ এর পাশাপাশি অন্যান্য রাজ্যের সামনেও এটি একটি চমকপ্রদ উদাহরণ হয়ে গিয়েছিল ৷ এই বিশেষ থালি প্রতিদিন প্রায় ৩.৫ লক্ষ মানুষের খাবারের যোগান দেয় ৷ এই থালির অধীনে ইডলি মেলে ১টাকা প্রতি পিস এবং এক থালি ভাত মাত্র ১০ টাকায় ৷