শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কন্যাশ্রী হাত ধরে ডেনমার্ক পাড়ি দিল বাসন্তীর ১১ জন

News Sundarban.com :
সেপ্টেম্বর ৩, ২০১৮
news-image

প্রকৃতির ভয়ঙ্কর সু্ন্দর এই জায়গায়, জল-জঙ্গলে ঘেরা সুন্দরবন।চরমে দারিদ্র, তার পাশে, জঙ্গলের উন্মাদনা বাঘ আর কুমিরের শিকার। মূলত বাপ-মা হারা ও গরিব ছেলে-মেয়েদের জন্যই বাসন্তীর জয়গোপালপুরে গড়ে উঠেছে বিবেকানন্দ শিক্ষা নিকেতন। শিক্ষাদানের পাশাপাশি সাংস্কৃতিক চর্চাও হয় এই প্রতিষ্ঠানে। এখানকারই এগারোজন পড়ুয়া শনিবার পাড়ি দিল ডেনমার্ক। ডেনমার্ক পাড়ি সুন্দরবনের বিবেকানন্দ শিক্ষা নিকেতনের কন্যাশ্রীদের। ইউরোপের এই দেশে সুন্দরবনের সংস্কৃতি তুলে ধরবে তারা। কন্যাশ্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দারিদ্রের সঙ্গে লড়াই করা কন্যাশ্রীরা বিদেশযাত্রার কথা স্বপ্নেও ভাবতে পারেনি। এবার সেটাই সত্যি হওয়ায়, আনন্দে আল্পুত সকলে। ডেনমার্ক যাত্রার আগে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কন্যাশ্রীরা। শুভেচ্ছা জানানোর পাশাপাশি দশ হাজার টাকাও দিয়েছেন তিনি। মোট ১৭ জনের দলে তিনজন শিক্ষকও রয়েছেন। ডেনমার্কের হলডর টপসো কোম্পানি ও আইজিএফ সংস্থার আমন্ত্রণে ইউরোপ যাত্রা। কোপেনহেগান, জিল্যান্ড, ফুইনেন দ্বীপ-সহ কয়েকটি জায়গায় পনেরোদিন ধরে নানা অনুষ্ঠান করবে পড়ুয়ারা। সেখানে নাচ-গানের মাধ্যমে সুন্দরবনের লোক সংস্কৃতি তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য।