শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লোকসভা ভোটে লড়বেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার

News Sundarban.com :
সেপ্টেম্বর ২, ২০১৮
news-image

জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার লড়বে লোকসভা ভোটে । সিপিআই-এর ব্য়ানারে তিনি প্রার্থী হবেন তাঁর নিজের জেলা বিহারের বেগুসরাই কেন্দ্র থেকেই। তবে তাঁকে সমর্থন করছে অন্যান্য বামদল, কংগ্রেস, আরজেডি, এনসিপি-সহ মহাগোটবন্ধন-এর সব দলই। বিহারে এনডিএ-এর বিরুদ্ধে সব বিরোধী দল এককাট্টা হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই মহাগোটবন্ধনের নেতৃত্ব দিচ্ছেন লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। লালু প্রসাদের পরিবারের একটি সূত্র জানিয়েছে, তেজস্বী ও কংগ্রেস নেতৃত্ব বেগুসরাইতে কানহাইয়া কুমারকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে।
মহাগোটবন্ধনের বিহার ফর্মুলা অনুযায়ী, ২০১৪ সালে বিজেপির জেতা আসনগুলিতে, যে দল দ্বিতীয় স্থানে ছিল, তারাই সেই আসনে প্রার্থী দেবে। বেগুসরাইতে ২০১৪ সালের নির্বাচনে জিতেছিল বিজেপি। দ্বিতীয় স্থানে ছিল আরজেডি। অনেকটাই পিছনে ছিল সিপিআই। কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র কানহাইয়ার জন্যই আসনটি তাঁকে ছেড়ে দিতে সম্মত হয়েছে আরজেডি। দলের খবর স্বয়ং লালু চান কানহাইয়া বেগুসরাই থেকে লড়ুক।