শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চিনে লাগাতার বৃষ্টির জন্য বন্যা সতর্কতা জারি

News Sundarban.com :
সেপ্টেম্বর ১, ২০১৮
news-image

চিনে লাগাতার বৃষ্টির জন্য বন্যা সতর্কতা জারি , অসম ও অরুণাচল প্রদেশের বিভিন্ন জেলায়। গত ৫০ বছরে যা সর্বোচ্চ। ফলে অরুনাচলের সিয়াং অববাহিকার তিন জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে প্রশাসন। বিশেষ করে চিনের সংপো নদীর জলস্তর বৃদ্ধি পাওয়াতেই বন্যা সতর্কতা। চিন কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর জলস্তর বেড়ে যাওয়ায় অতিরিক্ত জল ছাড়া হচ্ছে। ফলে অরুণাচল প্রদেশের নিম্ন অববাহিকা ও আপার অসম অববাহিকা প্লাবিত হওয়ার সম্ভবনা রয়েছে। চিনের সাংপো নদী তিব্বত হয়ে অরুণাচল প্রদেশ দিয়ে ভারত ভূখন্ডে প্রবেশ করেছে। অরুণাচলে এটি সিয়াও নামে পরিচিত। সেখান থেকে অসমে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নাম নিয়ে। চিন আরও জানানো হয়েছে, গত বুধবার সাংপো নদী দিয়ে ৯,০২০ কিউসেক জল ছাড়া হয়েছে।
এদিকে ডিব্রুগড়ে কেন্দ্রীয় জল কমিশন জানিয়েছে, ১৪ আগস্ট ৮,০৭০ কিউসেক জল ছেড়েছিল চিন। পরে আরও ৯৫০ কিউসেক জল ছাড়া হয়েছে। যদিও এই নিয়ে আপার অসমের অববাহিকার জনগণের এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই। পরিস্থিতির মোকবিলায় প্রস্তুত তাঁরা। তবে অরুণাচল সরকারে সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে। যেকোনও পরিস্থিতির জন্য প্রশাসনকে প্রস্তুত রাখা হয়েছে।