শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার সময়ের আগে হবে স্কুলের বার্ষিক পরীক্ষা

News Sundarban.com :
সেপ্টেম্বর ১, ২০১৮
news-image

স্কুলের বার্ষিক পরীক্ষার সময় এগিয়ে আনল পর্ষদ।বৃহস্পতিবার প্রকাশিত একটি অর্ডারে বলা হয়েছে, বার্ষিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করতে হবে সব স্কুলকে। নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং মাধ্যমিকের টেস্টের সময় এগিয়ে আনল মধ্যশিক্ষা পর্ষদ। তবে এই পরীক্ষা নভেম্বরের তৃতীয় সপ্তাহের আগে কোনওভাবেই শুরু করা যাবে না। মাধ্যমিকের টেস্টের ক্ষেত্রে বলা হয়েছে, ২৬ নভেম্বরের মধ্যে টেস্ট শেষ করে ফেলতে হবে। সেই পরীক্ষা আবার ১৪ নভেম্বরের আগে শুরু করা যাবে না। বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সহকারী প্রধান শিক্ষকদের সংগঠন সিএএইচএমএস। সংগঠনের তরফে বলা হয়েছে, গতবার বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে শুরু করে সেই মাসের মধ্যেই শেষ করতে বলা হয়েছিল। আর টেস্ট ২০ নভেম্বর বা তারপর শুরু করে ২ ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছিল। আমাদের তরফে লাগাতার দাবি ছিল, যে সব স্কুলে বেশি ছাত্রছাত্রী, সেখানে ওই অল্প সময়ের মধ্যে খাতা দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে ফলপ্রকাশ করা সম্ভব হয় না। আবার, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট শুরু হলে নিচু ক্লাসের পঠনপাঠন বন্ধ থাকে। তাই পঠনপাঠনের দিক থেকে তাদেরও এতে কোনও অসুবিধা হবে না।