বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাষ্ট্রসঙ্ঘের সহকারী মহাসচিব পদে বসলেন ভারতীয় অর্থনীতিবিদ

News Sundarban.com :
আগস্ট ৩০, ২০১৮
news-image

প্রখ্যাত ভারতীয় অর্থনীতিবিদ সত্য এস ত্রিপাঠি রাষ্ট্রসঙ্ঘের সহকারী মহাসচিব পদে বসলেন। রাষ্ট্রসঙ্ঘে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতাসম্পন্ন এই ভারতীয় কটূনীতিককে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি-জেনারেল পদে বেছে নিয়েছেন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। একইসঙ্গে তাঁকে নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের এনভায়ার্নমেন্ট প্রোগ্রাম (ইউএনইপি) অফিসে প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রিপাঠির আগে ওই পদে ছিলেন ত্রিনিদাদ টোবাগোর ইলিয়ট হ্যারিস। তিনি ডেভেলপমেন্ট ইকোনমিস্ট ও আইনজীবী হিসেবে ৩৫ বছর আগে কর্মজীবন শুরু করেছিলেন। ১৯৯৮ সালে প্রথম রাষ্ট্রসঙ্ঘে যুক্ত হন। তারপর থেকে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার, গণতান্ত্রিক শাসন এবং আইনি বিষয়ে দায়িত্ব সামলেছেন। দূষণ কমানো এবং উন্নয়নশীল দেশগুলিতে বনসৃজন নিয়ে রাষ্ট্রসংঘের অফিসের ডিরেক্টর এবং এক্সিকিউটিভ প্রধান ছিলেন। রাষ্ট্রসঙ্ঘে তিনি রিকভারি কোঅর্ডিনেটর হিসেবেও বিভিন্ন স্থানে কাজ করেছেন। ২০১৭ সাল থেকে রাষ্ট্রসঙ্ঘের পরিবেশ সংক্রান্ত প্রকল্প ২০৩০ অ্যাজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন।