বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ সমস্ত ব্যাঙ্ক !

News Sundarban.com :
আগস্ট ২৮, ২০১৮
news-image

যা টাকা তোলার এখনই তুলে নিন, পাঁচ দিন বন্ধ ব্যাঙ্ক ! বাড়ি বা অফিসের সামনে যদি এটিএম থাকে, তাহলে আর দেরি না করে এই সপ্তাহের মধ্যেই টাকা তুলে নিন ৷ কারণ অগাস্ট মাস শেষ হতে আর বেশিদিন বাকী নেই ৷ এর মধ্যেই যা টাকা তোলার তুলে ফেলুন কারণ সেপ্টেম্বর মাসের শুরুতেই বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ মাসের শুরুতেই সব ব্যাঙ্ক বন্ধ থাকবে ! এই খবর না জানা থাকলে, এখনই গিয়ে টাকা তুলে নিন ৷ ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ সমস্ত ব্যাঙ্ক !! ১ ও ২ তারিখ হল শনি এবং রবিবার ৷ ৩ সেপ্টেম্বর জন্মাষ্ঠমীর ছুটি এবং তারপর ৪ ও ৫ তারিখ, অর্থাৎ মঙ্গল ও বুধবার রিজার্ভ ব্যাঙ্কের কর্মচারিরা ধর্মঘট ডেকেছেন ৷ এর ফলে আরবিআই এবং ব্যাঙ্কের মধ্যে লেনদেন হওয়াও সম্ভব নয় ৷ তাই ব্যাঙ্ক এবং এটিএমগুলিতে টাকার ঘাটতি দেখা দিতে পারে ৷ এই পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার ফলে চেক বা টাকার ক্লিয়ারিং হতেও সমস্যা হবে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তাই টাকা তোলা থেকে শুরু করে বাকী যে কাজই হোক না কেন, চলতি মাসেই ব্যাঙ্কের দরকারি কাজগুলি সেরে ফেলুন ৷ মাসের শুরুতেই ব্যাঙ্ক বন্ধ থাকায় যে কোনও টাকা লেনদেনেই সমস্যা দেখা যাওয়ার সম্ভাবনা বেশি ৷ তবে এই ছুটি দেশের সর্বত্র নয় ৷ উত্তর ভারতের ব্যাঙ্কগুলির ক্ষেত্রেই প্রযোজ্য ৷