শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্গাপুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
আগস্ট ২৮, ২০১৮
news-image

পুজোর আর মাত্র ৪৯ দিন বাকি। গুটি গুটি পায়ে বাঙালি এখন বাজের শপিং মল মুখি। এর মাঝে পুজোর থিম, মণ্ডপ, আলোক সজ্জা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ তুঙ্গে। তাই আগামী ৪ সেপ্টেম্বর শহরের দুর্গাপুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪ টের সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের মতো এই বৈঠকে পুলিশের শীর্ষকর্তা, দমকল, CESC আধিকারিকরা উপস্থিত থাকবেন। ২০১৬ সালে এই বৈঠক থেকেই কার্নিভালের দিন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন পুজো উদ্যোক্তারা। সূত্রের খবর, এই বৈঠকে মূলত কারা কী ধরনের মণ্ডপ করছেন, তার জন্য কতটা ব্যবস্থাপনা দরকার, বিদ্যুৎ ব্যবহারে কী ব্যবস্থা করা হচ্ছে, কত তারিখের মধ্যে প্রতিমা নিরঞ্জন করতে হবে ইত্যাদি নিয়ে আলোচনা হবে।