বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তৃণমূলের ছাত্র সংগঠনের নেতা কর্মীরা সরকারি ‘চাকরি’ পাবেন: মমতা

News Sundarban.com :
আগস্ট ২৮, ২০১৮
news-image

তৃণমূলের ছাত্র সংগঠনের নেতা কর্মীরা সরকারি ‘চাকরি’ পাবেন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে রাজ্যের ছাত্র-যুবদের প্রতি বার্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপস্থিত হয়ে দলীয় নেতা কর্মীদের কীভাবে এগিয়ে আসতে হবে তার বার্তা দেন মমতা৷
এদিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘তৃণমূলের যুব-কর্মীরা আগামী দিনে সরকারি চাকরি পাবেন৷ আগামী দিনে এরাই পঞ্চায়েতের কাজ পারে৷ আগামী দিনে এরাই পঞ্চায়েতের কাজ করবে৷ আগামী দিনে এরাই ডাক্তার-ইঞ্জিনায়ার হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে৷ এই কাজ করা জন্য তাঁদের এগিয়ে আনতে হবে৷’’ আজ মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে ছাত্র সমাবেশে প্রধান বক্তা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি ছাত্রদের জমায়েত হলেও লোকসভা নির্বাচন দোরগোড়ায় এসে পড়ায় এই সমাবেশের তাৎপর্য আলাদা। রাজ্যের বদলে যাওয়া সমীকরণে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ এখন গেরুয়া শিবির। অন্যদিকে, সর্বভারতীয় রাজনীতিতে বিরোধী ঐক্যের কাণ্ডারী মমতা স্বয়ং। দলকে রাজ্যের ৪২টি লোকসভা আসন দখলের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন নেত্রী। সেই পটভূমিতে রাজ্য এবং দেশের বৃহত্তর স্বার্থে তিনি কী বার্তা দেন, তা নিয়েই কৌতূহল শাসক-বিরোধী সব মহলে৷