ফের এক সাথে দেখা যাবে মিমি ও শুভশ্রীকে

একজন প্রাক্তন, অন্যজন বর্তমান। হ্যাঁ, ঠিকই ভাবছেন মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কথাই বলছিলাম। সামনেই পুজো, আর সেই পুজো উপলক্ষ্যেই মিমি ও শুভশ্রীকে একসঙ্গে এনে যিনি হাজির করতে চলেছেন, তিনি আর কেউ নন, রাজ চক্রবর্তী। পুজোর জন্য একটি বিজ্ঞাপনের গানের শ্যুটিংয়েই একসঙ্গে দেখা যাবে মিমি ও শুভশ্রীকে। পাশাপাশি এই বিজ্ঞাপনে দেখা যাবে টলিউডের আরও এক নায়িকা নুসরতকেও। এখানেই শেষ নয়, চমক আরও বাকি রয়েছে। গানের ভিডিওতে টালিগঞ্জের সুন্দরী নায়িকাদের পাশে দেখা যাবে বাংলার মহারাজকে মানে সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে। মিউজিক ভিডিওতে দেখা যাবে বনি সেনগুপ্ত ও সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়কেও। বিজ্ঞাপনের এই গানের ভিডিওটির পরিচালনায় দেখা যাবে রাজ চক্রবর্তীকে। গানটি লিখছেন প্রিয় চট্টোপাধ্যায়, ও সুর দিচ্ছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এখবর টুইট করে নিজেই জানিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ক্যাপশানে লেখা ”গাঙ্গুলী বাড়ির পুজোর গান”। ছবিতে গায়ে গয়ন, আটপৌরে করে শাড়ি পরে ধরা দিয়েছেন ‘রাজ বধূ’ শুভশ্রী। তাঁর পাশে জিৎ গঙ্গোপাধ্যায় ও সৌরভ দুজনকেই দেখা গেছে বাঙালির সাবেকি পাঞ্জাবিতে।