জ্যাভলিন থ্রোয়ে ভারতকে সোনা এনে দিলেন নীরজ

জ্যাভলিন থ্রোয়ে ভারতকে সোনার পদক এনে দিলেন নীরজ চোপড়া৷ এবারের এশিয়ান গেমসে তাঁর হাতেই ছিল ভারতের জাতীয় পতাকা ৷ আর সেই পতাকার সম্মান সোনা জিতে আরও বাড়িয়ে দিলেন এই তরুণ জ্যাভলিন থ্রোয়ার ৷
এদিন জাতীয় রেকর্ড তৈরি করে ৮৮.০৬ মিটার ছোঁড়েন নীরজ ৷ জিতে নেন সোনা ৷ নীরজ সোনা জেতার পরই টুইটারে শুভেচ্ছার বন্যা ৷ এর পাশাপাশি মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো জিতলেন সুধা সিং ৷ 9:40.03 সময়ে শেষ করেন রেস ৷