শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ সদস্যের মন্ত্রিগোষ্ঠী গড়লেন মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
আগস্ট ২৩, ২০১৮
news-image

সুপ্রিম কোর্টেও নিষ্পত্তি হয়নি পঞ্চায়েত মামলা ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়া আসনগুলি কার দখলে সেই নিয়ে উঠেছিল প্রশ্ন ৷ যার জেরে জেলায় থমকে গিয়েছিল উন্নয়নের কাজ ৷ প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূল সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ত্রিস্তরীয় বোর্ড গঠনের কাজ শুরু হয়ে গিয়েছিল ৷ কিন্তু পঞ্চায়েত বোর্ড গঠন না হওয়ার ফলে সমস্যা মেটেনি ৷ সুপ্রিম কোর্টের কথা মাথায় রেখে স্থির হয়েছিল গ্রাম সংসদের সভা থেকে শুরু হয় উন্নয়নমূলক কাজ ৷
উন্নয়নের কাজ যাতে থমকে না যায় ৷ এবার সেই কাজে গতি আনতেই মন্ত্রিগোষ্ঠী গড়লেন মুখ্যমন্ত্রী ৷ সেই কারণে পাঁচ সদস্যের মন্ত্রীগোষ্ঠী গড়েলেন মুখ্যমন্ত্রী ৷ পঞ্চায়েত মামলা সুপ্রিম কোর্টে ঝুলে থাকার কারণে অনেক কাজ আটকে রয়েছে ৷ সেই কাজে গতি আনতেই মন্ত্রীগোষ্ঠী গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মন্ত্রীগোষ্ঠীতে থাকবেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, অরূপ বিশ্বাস ৷
এর পাশাপাশি এদিন রাইস মিলে দুর্নীতি নিয়ে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ১০০ দিনের কাজে তদারকির নির্দেশ দিলেন তিনি ৷ গোটা বিষয়টিতে নজরদারি চালানোর জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ৷ নবান্নে মন্ত্রী-আমলাদের বৈঠকে প্রবল তিরস্কারের মুখে পড়ে রাজ্যের শিক্ষা দফতর ৷ কলেজে তোলাবাজি থেকে শিক্ষা দফতরের কাজ নিয়ে একের পর এক অভিযোগ ৷ এই সব অভিযোগ শুনে প্রবল ক্রুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়ে শিক্ষা দফতর ৷