শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ছন্দপতন ভারতীয় কবাডি দলের, ফিরছে ব্রোঞ্জ হাতে

News Sundarban.com :
আগস্ট ২৩, ২০১৮
news-image

প্রতিবার এশিয়ান গেমস থেকে ভারতীয় পুরুষ কবাডি দল স্বর্ণ পদক জিতেই ফিরেছে ৷ কিন্তু এবার ইরানের কাছে হারের ফলে ব্রোঞ্জ পদক নিয়ে ফিরতে হবে ভারতকে৷ ২৭-১৮ ফলে ভারতকে হারিয়ে কোরিয়ার মুখোমুখি হবে ইরান৷ প্রসঙ্গত, আগের ম্যাচে কোরিয়ার কাছেই ২৪-২৩ পয়েন্টে হারতে হয়েছিল ভারতীয় কবাডি দলকে ৷ সেই হার হজম করার আগেই আবার ইরান গুঁড়িয়ে দিয়ে গেল ভারতীয় কবাডির গৌরব।কোরিয়ার কাছে খুবই কম স্কোরে হারার পর ভারতীয় কবাডি কর্তারা কারণ অনুসন্ধানে নেমেছিলেন৷ ইরানের ডিফেন্স অবশ্য এদিন জমাট ছিল। তবে ভারতীদের অ্যাটাকাররা একের পর এক ছোটখাটো ভুল করে পয়েন্ট খোয়াতে থাকেন। ইন্ডিয়ান কবাডি লিগের ফলে বাণিজ্যিকভাবে অনেকটাই উন্নতি ঘটেছে ভারতীয় কবাডি খেলোয়াড়দের৷ অজয় ঠাকুর, প্রদীপ নারওয়াল, মনু গোয়াতের মতো কবাডি খেলোয়াড়রা এখন দেশজুড়ে বেশ জনপ্রিয় ৷ যেই সময়ে কবাডি জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছে, তখনই এই হার নিঃসন্দেহে কবাডির নাম-ডাকে প্রভাব ফেলবে বলে আশা করছে ভারতীয় ক্রীড়ামহল।
ভারতের মহিলা কবাডি দল অবশ্য মান রেখেছে৷ পদক নিশ্চিত করেছেন তাঁরা। মহিলা কবাডির ফাইনালে উঠেছে ভারতীয় দল ৷