পথ দুর্ঘটনায় আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়!

পথ দুর্ঘটনায় আহত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়! বুকে চোট লেগেছে। মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।তবে, অল্পের জন্য বড়সড় গাড়ি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন শ্রীরামপুরের সাংসদ ।
জানা গিয়েছে, আজ, শুক্রবার সকাল তখন পৌনে ৮টা নগাদ গাড়ি নিয়ে বেরিয়েছিলেন কল্যাণ। সিগন্যাল না থাকায় শরত্চন্দ্র বসু রোড এবং সাদার্ন অ্যাভিনিউয়ের ক্রসিংয়ের কাছে দাঁড়িয়েছিলেন। সে সময় একটি ট্যাক্সি সিগন্যাল ভেঙে সাংসদের গাড়ি আতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার প্রভাব এতটাই জোরে ছিল যে সাংসদের গাড়ি ফুটপাথে উঠে যায়। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। রবীন্দ্র সরোবর থানার পুলিশ ট্যাক্সি চালককে গ্রেফতার করেছে। আটক করা হয়েছে ট্যাক্সিটিকেও।