বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মোদীকে তোপ কংগ্রেসের

News Sundarban.com :
আগস্ট ১৫, ২০১৮
news-image

স্বাধীনতা দিবসে মোদীর ভাষণে কোনও বিষয়বস্তুই ছিল না। রাফাল, মধ্যপ্রদেশের ব্যপম, ছত্তিসগঢ়ের রেশনবণ্টন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ তুলে মোদীকে বিঁধেছে কংগ্রেস। ডোকলামে চিনা আগ্রাসন নিয়েও মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে রাহুল গান্ধীর দল। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন,”স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর শেষ বক্তব্যে কোনও বিষয়বস্তু ছিল না। রাফাল, ব্যপম, ডোকলামে চিনা আগ্রাসন নিয়ে কোনও কথাই বলেননি মোদী। দেশজুড়ে ঘৃণার পরিবেশ তৈরি হয়েছে, তা নিয়েও মন্তব্য নেই তাঁর”।রণদীপ সুরজেওয়ালার কথায়, ”নিজের শেষ ভাষণে সত্যি কথা বলতে পারতেন প্রধানমন্ত্রী। মনের কথা বলতে নাই বা পারলেন কাজের কথা তো বলতে পারলেন। অচ্ছে দিন তো আর এল না, এবার সচ্চে দিনের অপেক্ষায় গোটা দেশ। মোদী ক্ষমতা থেকে সরে যাওয়ার পর সত্যের দিন আসবে”।