শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশ নতুন উচ্চতায় পৌঁছেছে : প্রধানমন্ত্রী

News Sundarban.com :
আগস্ট ১৫, ২০১৮
news-image

স্বাধীনতার পর পেরিয়ে গিয়েছে ৭১ টি বছর। দেশে এখনও প্রত্যেকের জন্য ঘর, বিদ্যুত, জল, শৌচাগার, বিমা কিংবা ইন্টারনেট সম্ভবপর হয়নি। তবে তা ভবিষ্যতে সম্ভবপর হতে পারে। ৭২ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেওয়া ভাষণে সেই লক্ষ্যেই কাজ করার ডাক দিলেন প্রধানমন্ত্রী।মোদি বলেন, আত্মবিশ্বাসে ভরপুর আজ দেশ। সারা বিশ্ব স্বীকার করে নিচ্ছে আর্থিক উন্নতির দিক থেকে ভারতের স্থান ষষ্ঠ। প্রধানমন্ত্রীর দাবি, গত চার বছরে দেশের আমূল পরিবর্তন হয়েছে। ২০১৩-র গতিতে চললে একশো বছরেও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছত না ৷ গরীবরা পেতেন না এলপিজি। তিনি বলেন, ডিজিটাল ভারত তৈরির দিকে এগিয়ে যাচ্ছে ভারত। নতুন নতুন আইআইএম, আইআইটি তৈরি হচ্ছে দেে। জন আরোগ্য অভিযান চালুর কথাও বলেন নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর মতে, ‘‘ স্বপ্ন বড় হতে পারে ৷ বিশ্বের বিকাশে নতুন স্রোত ভারত ৷ হাজার হাজার কোটির বিনিয়োগ আসছে ৷ এখন সবাই জিএসটির সুফল পাচ্ছে ৷ নোটবন্দির ফলে যে অনেকের সুবিধা হয়েছে ৷ সেকথা আজ সবাই বুঝতে পেরেছে ৷ রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্মের নাম এখন ভারত ৷ ডিজিটাল ভারত তৈরির দিকে এগোচ্ছে দেশ ৷ ২০২২-র মধ্যে মহাকাশে মানুষ পাঠাবে ভারত ৷ ভারতীয় বিজ্ঞানীরাই সে কাজ করবেন ৷ জাতীয় পতাকা নিয়ে মহাকাশে যাবেন ভারতীয় বিজ্ঞানীরা ৷ নতুন নতুন আইআইটি, আইআইএম তৈরি হচ্ছে দেশে ৷ ভারতকে এক সময়ে ঘুমন্ত হাতি বলা হত ৷ সেই ঘুমন্ত হাতি এখন দৌড়াচ্ছে ৷ গোটা বিশ্ব সেই দৌড় দেখছে ৷ ’’এর পাশাপাশি তিনি এও বলেন, ‘‘ দেশ নতুন উচ্চতায় পৌঁছেছে ৷ দেশের মুখ উজ্জ্বল করেছে মেয়েরা ৷ নতুন ভারতের জন্য নতুন দিশা ৷ আত্মবিশ্বাসে ভরপুর দেশ ৷ অর্থনীতিতে অনেক এগিয়েছে দেশ ৷ অর্থনীতিতে বর্তমানে বিশ্বে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত ৷ পিছিয়ে পড়া মানুষদের অধিকার রক্ষাই আমাদের কর্তব্য ৷ এগিয়ে চলেছেন দলিত-আদিবাসীরা ৷ বিশ্বের নিয়ন্ত্রক শক্তি হোক ভারত ৷ ২০১৩-র গতিতে চললে দেশের উন্নতি হতে আরও ১০০ বছর লাগত ৷ গত চার বছরে অনেক বদলেছে দেশ ৷ ভারতে উন্নতির জোয়ার এসেছে ৷ রেকর্ড পরিমাণ ফসল উৎপাদন হয়েছে ৷ প্রযুক্তির দিক থেকেও অনেক এগিয়েছে দেশ ৷ নতুন গতিতে এগোচ্ছে ভারত ৷’’এদিন বলেন, দেশের প্রেরণা উত্তর-পূর্ব ভারত ৷ উত্তর-পূর্বাঞ্চলে কর্মসংস্থান বেড়েছে ৷ স্বচ্ছ্ব ভারত অভিযানে বেঁচেছে ৩ লক্ষ শিশুর প্রাণ ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে তার উল্লেখ রয়েছে ৷ প্রত্যক্ষ করদাতাদের সংখ্যা বেড়েছে ৷ সৎ ব্যক্তির করের টাকায় সফল প্রকল্পের কৃতিত্ব তাঁদের ৷ দেশের কোটি কোটি মানুষ ২-৩ টাকায় খাবার পান ৷ সৎ করদাতাদের টাকাতেই এই প্রকল্প চলে ৷ দেশে আগে করদাতাদের সংখ্যা ছিল ৪ কোটি ৷ এখন সেই সংখ্যা পৌঁছেছে ৭ কোটিতে ৷ ’’সেনা জওয়ানদের একপদ এক পেনশন নীতি তাঁর সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মোদী। বছরের পর বছর ধরে জিএসটি ফেলে রাখা হলেও, তাঁর সরকারই জিএসটি লাগু করেছে। জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশে কর্মসংস্থানের জোয়ার এসেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর সরকারের চালু করা উজ্জ্বলা ও সৌভাগ্য যোজনায় মান বেড়েছে ভারতবাসীর। দাবি করেছেন নরেন্দ্র মোদী।