শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্মসংস্থান কোথায়? প্রশ্ন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর

News Sundarban.com :
আগস্ট ৬, ২০১৮
news-image

ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন লোকসভা। তার জেরে সরগরম জাতীয় রাজনীতি। প্রসঙ্গ ছিল কর্মসংস্থান৷ একগুচ্ছ প্রতিশ্রুতির সঙ্গে দেশবাসীকে প্রচুর কর্মসংস্থানের স্বপ্নও দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আবার সরকারি চাকরি থেকে শিক্ষায় সংরক্ষণের দাবিতে মারাঠারা আন্দোলন করছেন৷ এই পরিস্থিতিতে রবিবার হঠাত্‍‌ নীতিন গড়করি বললেন, সংরক্ষণ হলেই কর্মসংস্থান নিশ্চিত হবে না৷ কারণ চাকরির বাজার ডুবছে৷ লোকসভা নির্বাচনের আবহে ‘সেম সাইড গোল’ দিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি৷ আর এমন আলটপকা মন্তব্যকে হাতিয়ার করতে বিন্দুমাত্রও সময় নষ্ট করেননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও৷ রাহুলের ট্যুইট, ‘দারুণ প্রশ্ন গড়করিজি৷ প্রতিটি ভারতবাসী এই প্রশ্নই জিগ্গেস করছেন৷’ এক সাংবাদিক কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রীকে মারাঠা সংরক্ষণ আন্দোলন নিয়ে একটি প্রশ্ন করেন৷ প্রশ্নের উত্তর দিতে গিয়ে গড়করি বলেন, ‘ধরে নেওয়া যাক সংরক্ষণের দাবি মেনে নেওয়া হল৷ কিন্তু চাকরি তো নেই৷ কারণ, ব্যাঙ্কিং সেক্টরেই তথ্যপ্রযুক্তির জেরে চাকরির বাজার তলানিতে৷ সরকারি নিয়োগও প্রায় বন্ধ হয়ে গিয়েছে৷ চাকরি কোথায়?’ সঙ্গে তিনি যোগ করেন, ‘কোটার সমস্যা হল, পিছিয়ে পড়া বিষয়টা এখন রাজনৈতিক স্বার্থের আখড়া হয়ে গিয়েছে৷ সবাই বলছেন, আমি পিছিয়ে পড়া সম্প্রদায়ের৷ বিহার ও উত্তরপ্রদেশে ব্রাহ্মণরা প্রভাবশালী৷ তাঁরাই রাজনাীতিকে ডমিনেট করেন৷ তাঁরাও বলছেন, আমারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের৷’ তিনি বলেন, ‘সব সম্প্রদায়েরই একটি অংশ খেতে পায় না৷ পরনে কাপড় দেওয়ারও টাকা থাকে না৷ সুতরাং, প্রতিটি সম্প্রদায়ের দরিদ্রতম অংশটিকে নিয়েই আমাদের ভাবতে হবে৷’