শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সোশাল মিডিয়ায় NRC নিয়ে অপপ্রচার চলছে : রাজনাথ সিং

News Sundarban.com :
আগস্ট ৩, ২০১৮
news-image

অসম নাগরিকপঞ্জি নিয়ে রাজনাথ সিংয়ের দাবি, নাগরিকপঞ্জির যে খসড়া তালিকা বেরিয়েছে, তা চূড়ান্ত নয়। এই প্রক্রিয়ায় কোনও অস্বচ্ছতা নেই। সোশাল মিডিয়ায় এনআরসি নিয়ে অপপ্রচার ৷ শান্তি ও সৌহার্দ নষ্টের চেষ্টা করা হচ্ছে ৷ সুপ্রিম কোর্টের নজরদারিতে এনআরসি ৷ সব আবেদন ও অভিযোগ খতিয়ে দেখা হবে ৷ কতজন বিদেশি ভারতে আছেন, জানা উচিত ৷ সকলকে ভারতের নাগরিত্ব প্রমাণের সুযোগ ৷ অকারণে কাউকে হয়রান হতে হবে না ৷ স্বচ্ছতার সঙ্গে এনআরসি-র কাজ হচ্ছে ৷ কারও বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয় ৷ অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে ৷
নাগরিকপঞ্জি নিয়ে অযথা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে কতজন বিদেশি দেশে রয়েছেন তা জানা উচিত। কোনও ভারতীয় তালিকা থেকে বাদ যাবেন না। তাঁর আশ্বাস, যাঁদের নাম তালিকায় ওঠেনি, তাঁরা পরে সুযোগ পাবেন। শুক্রবার রাজ্যসভায় রাজনাথ সিং বলেন, ৩০ জুলাই প্রকাশিত খসড়া চূড়ান্ত নয় ৷ এনআরসি নিয়ে কোনও পক্ষপাতিত্ব হবে না ৷ যথাযথ নথি থাকলেই নাম নথিভুক্ত হবে ৷ কোনও ভারতীয় এনআরসি থেকে বাদ নয় ৷