বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তৃণমূল কংগ্রেস সাংসদদের হেনস্থার প্রতিবাদে সংসদে বিক্ষোভ

News Sundarban.com :
আগস্ট ৩, ২০১৮
news-image

মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই বলেছিলেন, দেশে সুপার এমার্জেন্সি চলছে। যদি সত্যিই অসমের পরিবেশ শান্ত থাকে তাহলে কেন ১৪৪ ধারা জারি করা হয়েছে? তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল অসমে গিয়েছিলেন। বিমানবন্দরেই অসভ্যতা করা হয়েছে। এঁরা সকলেই বিশিষ্ট মানুষ, জন প্রতিনিধি। মহিলাদেরও হেনস্থা করা হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা করে মমতা বলেন, কেন্দ্রের ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও তা নেওয়া হয়নি। অসমে তৃণমূল কংগ্রেস নেতা-সাংসদদের বিমানবন্দরে হেনস্থা করার অভিযোগে সংসদে বিক্ষোভ ও প্রতিবাদ জানালেন দলীয় সাংসদরা। মহিলাদের উপরে অত্যাচার করেছে পুলিশ। এমনই অভিযোগ আনা হয়েছে। এনআরসি ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বাদ যাওয়া ৪০ লক্ষ মানুষের মধ্যে ৮০-৮৫ শতাংশই বাঙালি। আট সদস্যের প্রতিনিধি দল অসমে পৌঁছতেই তাঁদের আটক করা হয়। এই দলের প্রতিনিধিরা জন প্রতিনিধি। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেই তাঁরা গিয়েছিলেন। সেখানেই অসম পুলিশ নিন্দনীয় আচরণ করেছে। এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য দাবি করেন তিনি।
এদিন যার জেরে লোকসভায় স্লোগান দিতে শুরু করেন তৃণমূল সাংসদরা। জিরো আওয়ারে অধ্যক্ষ সুমিত্রা মহাজনের কাজ চালিয়ে যাওয়ার মাঝেই বিক্ষোভ চলে। এছাড়া রাজ্যসভায় তৃণমূল প্রিভিলেজ মোশন নোটিশও দেয়। শিলচরে তৃণমূলের দুজনে গ্রেফতার করা হয়েছে বলে ক্ষোভ উগরে দেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন। যার প্রতিবাদে বারবার লোকসভায় বিক্ষোভ দেখিয়ে কর্মকাণ্ড থমকে দেন তৃণমূল সাংসদরা।