শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রেশনে আর ২ টাকায় চাল পাবেন না সম্পন্ন নাগরিকরা

News Sundarban.com :
আগস্ট ২, ২০১৮
news-image

উচ্চবিত্ত নাগরিকদের জন্য আলাদা হচ্ছে রেশনের নিয়ম৷ বিপিএলদের মতো ২ টাকা কিলোদরে খাদ্যশস্য মিলবে না তাঁদের৷ খাদ্য দফতর সূত্রে খবর, ‘‘একটি বেসরকারি সংস্থার সঙ্গে সমঝোতা করেছে দফতর৷

এবার থেকে রেশন দোকানেই খাদ্যশস্যের সঙ্গে মিলবে বিভিন্ন ধরনের বিস্কুট, হেল্থড্রিঙ্ক, টুথপেস্ট ও অন্যন্য প্রসাধনী সামগ্রী৷ যাঁরা খাদ্যশস্য পাবেন না তারা রেশন দোকান থেকে কম দামে এইসব সামগ্রী কিনতে পারবেন৷ ভরতুকি বাবদ সেই সংস্থাকে বাকি টাকা মেটাবে সরকার৷’’ সম্প্রতি খাদ্য দফতরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত ফাইল মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে৷ এখন শুধু মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের অপেক্ষা৷

জানা গিয়েছে, দুই ধরনের রেশন কার্ডের মাধ্যমে এই ভাগ করা হবে৷ একটি পিডিএস কার্ড৷ অন্যটি নন পিডিএস৷ পিডিএস কার্ডের অধীনে যাঁরা, শুধুমাত্র তাঁদেরই মিলবে রেশনের খাদ্যশস্য৷ আর নন-পিডিএস গ্রাহকেরা খাদ্যশস্য বাদে কম দামে জিনিস কিনতে পারবেন৷ ২০১১ সালে খাদ্য দফতরের এক সমীক্ষায় উঠে আসে, অনেক সম্পন্ন পরিবারই রেশনের মাধ্যমে আর খাদ্যশস্যের উপর নির্ভর করে না৷ অনেকে আবার স্রেফ সহানুভূতিবশত তুলনামূলকভাবে কম আয় সম্পন্ন পরিবারগুলিকে নিজস্ব রেশন কার্ডের মাধ্যমে সেই খাদ্যশস্য তোলার সুযোগ দেন৷ এবার ভরতুকিতে বণ্টিত খাদ্যশস্য যাতে সরাসরি বিপিএলভুক্ত ও সমপর্যায়ের নাগরিকরা পান সেই ব্যবস্থা পাকা করতেই এবার পদক্ষেপ নিতে চলেছে সরকার৷