ক্যানিং থেকে ধৃত নারী পাচারকারী

ক্যানিং থানা এলাকা থেকে বুধবার তিনজন নারী পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কয়েক মাস আগে গোলাবাড়ি এলাকা থেকে একজন মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পুণেতে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় সাকিব মোল্লা নামে এক ব্যক্তি ৷ মঙ্গলবার একই ভাবে আরও তিন মহিলাকে বিয়ের টোপ দেয় অভিযুক্ত ব্যক্তি ৷ তিন মহিলা ঘটনাটি আন্দাজ করতে পেরে তাদের বেতবেড়িয়া স্টেশনে আসতে বলে ৷ কিন্তু অভিযুক্ত তাদের বারুইপুর যেতে বলেন ৷ মহিলারা রাজি না হওয়ায় পাচারকারীরা অবশেষে বেতবেড়িয়া আসতে রাজি হয় ৷ এরপর তাদের আটকে রেখে থানায় খবর দেয় মহিলারা ৷ ক্যানিং থানার পুলিশ তাদের প্রথমে আটক করে থানায় নিয়ে যায়। তিন মহিলার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় ৷ একের পর এক বাসন্তী, গোসাবা ও ক্যানিং থেকে নারী পাচার করছিল বলে জানা যায় ৷ এর সঙ্গে বড় একটি চক্র জড়িত রয়েছে বলে অনুমান পুলিশের ৷