শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

NRC ইস্যুতে রাহুল সঙ্গে কেজরিওয়াল, দেবগৌড়ার মমতার বৈঠক

News Sundarban.com :
আগস্ট ১, ২০১৮
news-image

এনআরসি নিয়ে ক্ষোভ জমছিলই। তাকেই সংগঠিত করে আন্দোলনের রূপ দিলেন তৃণমূলনেত্রী। এনআরসি নিয়ে বিজেপির পরিকল্পনা বুঝেই রণকৌশল তৈরি তৃণমূলনেত্রী । বুধবার NRC ইস্যুতে সোনিয়া-রাহুলের সঙ্গে দেখা করে আগামী কর্মসূচি নির্ধারণের পাশাপাশি কেজরিওয়াল, এইচডি দেবগৌড়ার সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এছাড়া বিভিন্ন দলের সাংসদদের সঙ্গে কথা বলতে সংসদের সেন্ট্রাল হলে যাওয়ার কর্মসূচিও রয়েছে তৃণমূল নেত্রীর ৷ জাতীয় স্তরে জনমত তৈরিতে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবারের পাশাপাশি আইনি পথে হাঁটার সম্ভাবনাও খোলা রাখলেন তিনি। সোনিয়া-রাহুল ছাড়াও এদিন নাগরিকপঞ্জি নিয়ে আন্দোলনকে আরও সংগঠিত করতে অন্যান্য দলের সাংসদদের সঙ্গে আলোচনা করতে এদিন সংসদের সেন্ট্রাল হলেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কর্ণাটক ভবনেও যেতে পারেন মমতা ৷ কথা হতে পারে এইচডি দেবগৌড়ার সঙ্গেও ৷ অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও মুখোমুখি বসার কথা রয়েছে তৃণমূল নেত্রীর ৷ ধাপে ধাপে ও নিজস্ব কৌশলে দেশজোড়া প্রতিবাদ সংগঠিত করতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে ফেডারেল ফ্রন্ট নিয়েও চলবে আলোচনা ৷ দলীয় সূত্রে খবর, বুধবার বিকেল পাঁচটা নাগাদ সোনিয়া গান্ধি ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সঙ্গে দেখা করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর ৷ অসম নাগরিকপঞ্জি নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন নীতি নিয়ে আলোচনা ছাড়াও আগামী ১৯ জানুয়ারি ব্রিগেডের সভায় রাহুল-সোনিয়াকে আমন্ত্রণ জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷