শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অসম যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল

News Sundarban.com :
জুলাই ৩১, ২০১৮
news-image

দেশের বাসিন্দা হয়েও রাতারাতি শরণার্থী ৪০ লক্ষ মানুষ ৷ রাতারাতি উদ্বাস্তু হয়ে গেলেন চল্লিশ লক্ষ মানুষ। অনিশ্চয়তা আর আশঙ্কায় বহু মানুষ। জাতীয় নাগরিক পঞ্জীকরণের নামে অসমে বাঙালি, বিহারী খেদাও চলছে। সোমবার নবান্নে এমনটাই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নাগরিক পঞ্জি ইস্যুতে দিল্লিতে আইনি পথে বিরোধিতার তোড়জোড়ের পাশাপাশি অসমে আক্রান্তদের পাশে দাঁড়াতে তত্‍‌পর তৃণমূল কংগ্রেস৷ সব মিলিয়ে অসমের ঘটনা ঘিরে দেশজুড়ে ব্যাপক জনমত তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে অসমে দরবার করছে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল৷ ২ অগাস্ট ওই প্রতিনিধি দল শিলচরে পৌঁছবেন৷ সকালে বৈঠক করবেন বিশিষ্টজনেদের সঙ্গে৷ বিকেলে আক্রান্তদের সঙ্গে দেখা করবেন তাঁরা৷
তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে থাকছেন ফিরহাদ হাকিম, মহুয়া মৈত্র, কাকলি ঘোষদস্তিদার, সুখেন্দু শেখর রায়, অর্পিতা ঘোষ, রত্না নাগ৷ সূত্রের খবর, গুয়াহাটি সার্কিট হাউসে বিশিষ্টদের সঙ্গে বৈঠক করবে তৃণমূলের প্রতিনিধিদল৷ তালিকায় নাম না-থাকা ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলবেন তাঁরা৷ দেখা করবেন বিহারি ও মারোয়াড়ি ব্যবসায়ীদের সঙ্গে৷