শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একের পর এক মামলার বেড়াজালে রাজ্যের শিক্ষক নিয়োগ

News Sundarban.com :
জুলাই ৩০, ২০১৮
news-image

এবার মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের মেধা তালিকা দ্রুত প্রকাশের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থী ৷ নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ নিয়ে মামলার ফাঁসে স্কুল সার্ভিস কমিশন ৷ বিচারপতি শেখর ববি শরাফের এজলাসে দায়ের হয়েছে এই মামলা ৷ উচ্চপ্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক তিন স্তরেরই শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পূর্ণ করার দায়িত্ব এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের ঘাড়ে ৷ তিন স্তর মিলিয়ে শূন্যপদ প্রায় ৩২ হাজারেরও কিছু বেশি ৷ মাধ্যমিক স্তরে প্রায় ১৩ হাজার শূন্যপদের জন্য পরীক্ষায় বসেন প্রায় এক লাখ ৪৩ হাজার পরীক্ষার্থী ৷ উচ্চমাধ্যমিক স্তরে প্রায় ৫ হাজার শূন্যপদের জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় এক লক্ষ ২৩ হাজার ৷ এই বিপুল পরিমাণ পরীক্ষার্থীদের ভবিষ্যত এখন আইনি ফাঁসে আবদ্ধ ৷