বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আরও দিন ২-৩ এভাবেই রাজ্যের চলবে বৃষ্টির

News Sundarban.com :
জুলাই ২৯, ২০১৮
news-image

সপ্তাহের শুরু থেকেই কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় তুমুল বৃষ্টিপাত চলেছে। যার ফলে বিভিন্ন জেলা জলমগ্ন হয়ে পড়েছে। জানা গিয়েছে, বিহারের আকাশে নিম্নচাপ ও তার জেরে একটানা বৃষ্টির ফলে এরাজ্যের জেলাগুলিও তার ফল ভোগ করছে। এখুনি থামার কোনও লক্ষণ নেই। আরও দিন ২-৩ এভাবেই রাজ্যের উপরে ঝোড়ো ইনিংস চলবে বৃষ্টির। গোটা রাজ্য জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। এমনই পূর্বাভাস শুনিয়েছে আলিপুরের হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। আগামী এক সপ্তাহ একই তাপমাত্র থাকবে। তবে ধীরে ধীরে সপ্তাহান্তে বৃষ্টিপাত কমে আসবে।
সপ্তাহান্তেই বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তার জের আগামী সপ্তাহের শুরুর দিকের কয়েকদিন অন্তত বজায় থাকবে বলে খবর। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গের পাশের রাজ্য বিহার ও ঝাড়খণ্ডে আকাশে যে ঘূর্ণাবর্তের কারণে এই বৃষ্টিপাত তা কিছুটা দুর্বল হয়েছে। তবে বৃষ্টিপাত কমার অবস্থা এখনও আসেনি। দিন দুয়েক ভারী বৃষ্টিপাতের পর তা কিছুটা কমতে পারে।