সরকারের খরচেই বিদেশে ভ্রমণের সুযোগ পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীরা

এবার সরকারের খরচেই বিদেশে ভ্রমণের সুযোগ পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৷ বিশ্বাস না হলেও, এটাই সত্যি ৷ খুব তাড়তাড়ি এশিয়া বেশ কিছু দেশে ঘোরার জন্য বাৎসরিক ভ্রমণ ভাতা বা এলটিসি চালু করতে চলেছে কেন্দ্রীয় সককার ৷
সরকারি সূত্রে জানা গিয়েছে, কর্মী মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব তৈরি করা হয়েছে এবং স্বরাষ্ট্র, পর্যটন, বিদেশ এবং বেসামরিক বিমান পরিচালন মন্ত্রকের কাছ থেকে এ বিষয়ে শীঘ্রই প্রতিক্রিয়া জানানোর জন্যও বলা হয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই প্রস্তাবে পাঁচটি মধ্য এশিয়ার দেশকে তালিকাভুক্ত করা হয়েছে। তবে এলটিএর আওতায় মধ্য এশিয়ার দেশগুলিতে ভ্রমণ করতে পারবেন প্রায় ৪৮.৪১ লক্ষ কেন্দ্রীয় কর্মী। এলটিসি’র আওতায় যে সব দেশে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ঘুরতে যেতে পারেবেন, সেগুলি হল-আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মলদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বিদেশমন্ত্রকের এই প্রস্তাবে পাঁচটি এশীয় দেশ যুক্ত করা হয়েছে, সেগুলি হল- কাজাখস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান ৷
জানা গিয়েছে, এশিয়ান রিজিয়নে ভারতের যাতায়াত আরও বৃদ্ধির লক্ষ্যেই একে এলটিসি (লিভ ট্র্যাভেল কনসেশন) স্কিমের আওতায় চালু করা হবে ৷ গত মার্চে, সরকারের পক্ষ থেকে এই প্রস্তাব আনা হয়, এলটিসি স্কিমে সার্ক দেশগুলিতে ভ্রমণের সুযোগের বিষয়ে ৷ ছুটি এবং টিকিট রিইমবার্সমেন্টও রাখা হয়েছে এই স্কিমের আওতায় ৷