শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের কনিষ্ঠতম কন্যা শিবাঙ্গিই পৌঁছে এভারেস্টের শিখরে

News Sundarban.com :
জুলাই ২৮, ২০১৮
news-image

ভারতের কনিষ্ঠতম কন্যা শিবাঙ্গিই , যিনি এভারেস্টের শিখরে পৌঁছেছিল । বয়স মাত্র ১৭৷ যা নতুন বিশ্ব রেকর্ড ৷ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ছুঁয়েছিল আগেই৷ এ বার আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারো মাত্র তিন দিনে ছুঁয়ে ফেলল শিবাঙ্গি পাঠক৷ সংবাদ সংস্থাকে শিবাঙ্গি বলেছে, ‘আমি সব সময়ই চাইতাম কিছু আলাদা করতে৷ ভিড়ের থেকে আলাদা৷ অরুণিমা সিনহার ভিডিয়ো দেখেই পাহাড় চড়ার নেশা আমায় পেয়ে বসে৷ উনিই আমার অনুপ্রেরণা৷’ তাঁর কথায়, ‘আমি একদিন এই সুন্দর পৃথিবীর সব পর্বতের শিখর ছোঁবো৷’শিবাঙ্গির পরবর্তী লক্ষ্য, ইউরোপের সর্বোচ্চ শিখরে পৌঁছনো৷ তিন দিনে কিলিমাঞ্জারো শিখর ছোঁয়ার পর শিবাঙ্গিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
হরিয়ানার হিসারের মেয়ে শিবাঙ্গিকে ছোট থেকেই পাহাড় টানত৷ আর পাঁচটা সাধারণ কিশোরীর ভিড়ে সে হারিয়ে যায়নি৷ বরফাবৃত পাহাড়, পাথুরে রাস্তা, পদে পদে বিপদই তার সঙ্গী৷ ভালোবাসা৷ সম্প্রতি এভারেস্টের শীর্ষে ওঠার পর পরে মনে মনে স্থির করে কিলিমাঞ্জারো ছোঁবে৷ সেই মতো ট্রেনিংও শুরু করে দেয় সে৷ শিবাঙ্গি এভারেস্টে উঠেছিল নেপালের দিক থেকে৷