বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে বৃষ্টি

News Sundarban.com :
জুলাই ২৬, ২০১৮
news-image

বিগত কয়েকদিন ধরেই ঘূর্ণাবর্তের জেরে সারা রাজ্যজুড়েই হালকা, মাঝারি ও ভারী বৃষ্টিপাত হয়েছে ৷ এক নাগারে বৃষ্টিপাতে শুধুই শহর কলকাতাই নয় উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গাই জলমগ্ন হয়েছে ৷ বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জীবনের ছন্দ ৷ বেহালা, সল্টলেক, হাতিবাগান, ঠনঠনিয়া, দমদম, কলেজ স্ট্রিট, বড়বাজার, নিউটাউন হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় জল জমে জলমগ্ন হয়েছে সংলগ্ন এলাকা ৷
আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে ৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে ৷ তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম আছে বলেই জানা গিয়েছে ৷ তবে মৎসজীবিদের এই সময়ে গভীর সমুদ্রে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷