বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষার মান ফেরাতে সরকারে স্কুলে বন্ধ হচ্ছে লটারি

News Sundarban.com :
জুলাই ২৩, ২০১৮
news-image

বর্তমানে রাজ্য সরকারের সরকারি স্কুল থেকে লটারি ব্যবস্থা বন্ধ করার ভাবনা চিন্তা করছে। সোমবার বিধানসভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘নামী স্কুলে লটারিতে ভর্তি নিয়ে সমস্যা হচ্ছে। লটারির ফলে ভালো স্কুলের মান পড়ছে বলে অভিযোগ।’সরকারি স্কুলের মান ফেরাতে তৎপর রাজ্য সরকার। এজন্য প্রাথমিকে ভর্তির সময় থেকেই নিয়ম বদলাতে চায় রাজ্য সরকার। হিন্দু, হেয়ারের মতো স্কুলে পড়াশোনার মান পড়ে যাওয়ার চিন্তিত রাজ্য সরকার। সেই জন্য ছাত্র ভর্তিতে পরীক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় রাজ্য সরকার। তবে বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এবিষয়ে আলোচনা শিক্ষামন্ত্রীর। চলছে মেধার ভিত্তিতে ভর্তির ভাবনাচিন্তা।
সেক্ষেত্রেই স্কুলে পাশ-ফেল প্রথা ফেরানোর চিন্তা করছে রাজ্য সরকার। বর্তমানে লটারির ভিত্তিতে স্কুলে ভর্তি নেওয়া হয়। সেক্ষেত্রে একাধিক নামী স্কুলের তরফে অভিযোগ, পাশ-ফেল প্রথা উঠে যাওয়ার ফলে স্কুলের মান পড়ে যাচ্ছে। সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথায় সে প্রসঙ্গ উঠে আসে। শিক্ষামন্ত্রী বলেন, ‘‘স্কুলে পাশ-ফেল প্রথা নিয়ে শিক্ষাবিদদের মতামত নিয়েছে রাজ্য সরকার। একাধিক প্রস্তাব আমাদের কাছে জমা পড়েছে। একটা এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে।’’কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত বিবেচনা করবেন।