বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃষ্টি উপেক্ষা করে সফল ২১

News Sundarban.com :
জুলাই ২১, ২০১৮
news-image

শনিবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে আসা লক্ষ লক্ষ মানুষের সামনে মমতার বক্তব্যের সারকথাই ছিলো মোদিকে হটিয়ে দিল্লি দখল। এখানেই থামেননি তিনি। তিনি বলেন,- ‘হিটলার-মুসোলিনির থেকেও বড় সম্রাট এসে গিয়েছে। ওদের হাতে দাঙ্গার রক্ত লেগে আছে। ওদের ঔদ্ধত্য, অত্যাচার মেনে নেবেন না।” মমতা বলেন,-” হিন্দু ধর্মকে অসম্মান করছে বিজেপি। এটা করার অধিকার ওদের নেই। শিবসেনা তাদের জোটসঙ্গী ছিল, তারা ভোট দেয়নি। টিডিপি জোটসঙ্গী ছিল, তারাই অনাস্থা এনেছে।” এর পরেই তিনি বলেন, -“পুজো শেষ হতেই ব্রিগেডের প্রস্তুতি শুরু হবে। ২১ জুলাইয়ের থেকে বেশি জমায়েত হবে সেই সভায়।”
অর্থাৎ আজকের সভায় একাধিক সভার প্রস্তাব তিনি রাখেন, তেমনি বিরোধী দলকে দমিয়ে রাখতে ছাড়েননি, এমনকি আসন্ন লোকসভা ভোটের ফলাফল ও জানিয়ে দিলেন তিনি।
আজকের লক্ষ্যে এক কথায় সফল মমতা ব্যানার্জী সাথে দল তৃণমূল কংগ্রেস, আগত সমস্ত টার্গেট কথা মত ভেদ করতে পারবে তো তৃণমূল? সময়ের সাথে জানা যাবে উত্তর। নিরাপত্তা ব্যবস্থার অভাবে দর্শকাসনের অস্থায়ী ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ৷ সেই ঘটনা নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মমতা বলেন, ‘বিজেপির প্যাণ্ডেল ভেঙে পড়েছে ৷ প্যাণ্ডেল গড়তে পারে না ৷ দেশ কী করে গড়বে ?’২১ জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচির ২৫ বছর। তৃণমূলের শহিদ সমাবেশ ৷ কিন্তু এদিন শহিদ সমাবেশের মঞ্চ থেকেই ২০১৯ সালে দিল্লি দখলের বার্তা দিলেন মমতা ৷ ৷ ১৯জানুয়ারি ব্রিগেডের মঞ্চ থেকেই দিল্লি দখলের বার্তা দেবেন তিনি ৷ আর সেখানে উপস্থিত থাকবেন অন্যান্য রাজ্য়ের নেতারাও ৷’রাজ্যের ৪২টি লোকসভা আসনের ৪২টাই চাই ২০১৯ লোকসভা নির্বাচনে, আগামীদিনে বাংলাই দিল্লিতে পথ দেখাবে।’-মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে চরম বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, ‘আগে নিজের দলের সভাপতি, নেতা-কর্মীদের তালিবানি মার্কা কথা বলতে বারণ করুন, মুখের লাগাম টানুন, তারপরে কথা বলুন।’- মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দেশজুড়ে এবার হার শুরু হবে বিজেপি-র, সমস্ত বিরোধী শক্তি একছাতার তলায় আসছে।’- মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে চরম বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, ‘আগে নিজের দলের সভাপতি, নেতা-কর্মীদের তালিবানি মার্কা কথা বলতে বারণ করুন, মুখের লাগাম টানুন, তারপরে কথা বলুন।’- মমতা বন্দ্যোপাধ্যায়। ‘মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে এই রাজ্যের উন্নতি করেছেন তা এক কথায় অবিশ্বাস্য।’- পার্থ চট্টোপাধ্যায়।