মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কমতে চলেছে ৩৫টি সামগ্রীর দাম

News Sundarban.com :
জুলাই ২১, ২০১৮
news-image

অন্তবর্তীকালীন অর্থমন্ত্রীর পীযূষ গোয়েলের নেতৃত্বে এই নিয়ে ২৮তম জিএসটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ৷ এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে ৷ কিছু জুরুরি ও নিত্য ব্যবহার্য সামগ্রীরকে জিএসটির আওতায় আনা হয়েছে ৷ প্রায় ৩৫ রকমের জিনিসপত্রের ওপর থেকে জিএসটি হার কমানো হয়েছে ৷ এবার করের আওতার বাইরে থাকবে স্যানিটারি ন্যাপকিন ৷ এছাড়া কিছু নির্ধারিত জিনিসপত্রের উপর বলবৎ থাকা ২৮ শতাংশ কর কমানো হয়েছে ৷
এর আগে জিএসটির নিয়মে জটিলতার কমানোর সিদ্ধান্ত হয়েছে ৷ এবার থেকে জিএসটির রিটার্ন ফর্ম মাত্র এক পাতার ৷ মাসে ৩ বার রিটার্নের থেকে মুক্তি ৷ ৫ কোটি টাকা পর্যন্ত যাদের আয় তাঁদের কোয়াটারলি ফর্ম ভরতে হবে ৷ হ্যান্ডলুম সহ ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত ৪০টি জিনিসপত্রের দাম কমার আশা করা যাচ্ছে ৷ মার্বেল পাথরের দেব-দেবীর মূর্তি সস্তা হওয়ার সম্ভাবনা আছে ৷ জিএসটি ১৮ শতাংশ থেকে ১২ শতাংশ হতে পারে ৷ তাই জিএসটি কাউন্সিলের বৈঠকে ঘিরে শুরু হয়েছে চাওয়া পাওয়ার নতুন খতিয়ান ৷