শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্কুলে ফিরছে পাস-ফেল

News Sundarban.com :
জুলাই ১৯, ২০১৮
news-image

ফের স্কুলে পাস-ফেল ফিরিয়ে আনছে রাজ্য সরকার।৫ সদস্যের কমিটি তৈরি রাজ্যের ৷ এতদিন পাস-ফেল নিয়ে কেন্দ্রের মুখাপেক্ষী ছিল রাজ্য ৷ অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রক্রিয়া ফিরিয়ে আনার পক্ষেই নিজের মত জানিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিল রাজ্য ৷ সেই চিঠির উত্তরে রাজ্যকে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানাল পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাস-ফেল ফিরিয়ে আনা হবে ৷ কমিটির দায়িত্বে রয়েছেন রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় ৷ ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ ৷ ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ ৷ এর পাশাপাশি, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কোন ক্লাস থেকে ফিরছে পাশ-ফেল তা নিয়ে এখনও চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি । তিনি বলেন, ‘কোন ক্লাস থেকে পাস-ফেল শুরু হবে ৷ তা নিয়ে আলোচনা চলছে ৷ মুখ্যমন্ত্রী ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷’মনমোহন সিংহের ইউপিএ-২ সরকারের শিক্ষার অধিকার আইনের সৌজন্যে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া হয় ৷ এবার ফের শিক্ষার গুণগত মান রক্ষার খাতিরে সেই প্রথা ফিরিয়ে আনতে চায় ৷

আরও দেখুন