ক্যানিংয়ে ধৃত ৪ ছিনতাইবাজ, উদ্ধার সোনার হার ও অস্ত্র

৪ জন সোনার হার ছিনতাইবাজ কে গ্রেফতার করলো দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে পাঁচটি সোনার হার, একটি সোনার লকেট, একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে ক্যানিং থানার পুলিশ। পুরীর রথের মেলা থেকে এই সমস্ত সোনার গহনা ছিনতাই করে নিয়ে এসেছে বলে পুলিশি জেরায় জানিয়েছে ধৃতরা।
সোমবার রাত পৌনে দশটা নাগাদ ক্যানিং থানার তালদি বাসমোড়ের কাছে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ সন্দেহভাজন কয়েকজন যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। তাদের দিকে পুলিশ এগোতেই পালানোর চেষ্টা করে সকলেই। কিন্তু তাদের মধ্যে পুলিশ ৪ জনকে ধরলেও বাকিরা পালিয়ে যায়। ধৃতরা হল পাপ্পু শেখ, গুড্ডু জেসওরা, কুরবান আলি মন্সুরি ও নয়ন চক্রবর্তী। ধৃতদের কাছ থেকে পাঁচটি সোনার চেন, একটি সোনার লকেট, একটি বন্দুক ও একটি গুলি উদ্ধার হয়। ধৃতদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি ক্যানিং থানার মিঠাখালী দাসপাড়ায় ও নয়ন এর বাড়ি ডায়মন্ড হারবার থানা এলাকায়। পুলিশি জেরায় ধৃতরা জানিয়েছে পুরীর রথের মেলা থেকে এই সোনার গহনা গুলি তারা ছিনতাই করে এনেছে। তালদি এলাকায় একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল বলে জানা গেছে। ধৃতদের কে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরও কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।