বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির নয়া নির্দেশিকা

News Sundarban.com :
জুলাই ১৭, ২০১৮
news-image

দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজের ১০৩ তম বার্ষিকী উপলক্ষে হওয়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। পরে তিনি সাংবাদিক সম্মেলন করেন। তবে তিনি এই সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি রাজনৈতিক বিষয় নিয়ে কোনও প্রশ্নের উত্তর দেননি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ফাঁকা থাকা আসনে মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। নির্দিষ্ট ব্যাঙ্কে গিয়ে পড়ুয়াদের টাকা জমা দিতে হবে। ২০ অগাস্টের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যাদবপুর স্বশাসিত। রাজ্যের ৩২ টি বিশ্ববিদ্যালয়ের একটি। আলাদা করে বিষয়টি নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, রাজ্যে বিভিন্ন কলেজে ফাঁকা থাকা আসনগুলি পূরণ করতে হবে ২০ অগাস্টের মধ্যে। সেই সংক্রান্ত একটি নির্দেশনামায় তিনি সই করেছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে পাস-কিংবা অনার্স কোনও আসনই ফাঁকা রাখা যাবে না। এমনটাই জানিয়েদিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আরও দেখুন