এবার বদলাতে চলেছে একশো টাকা নোট

এবার বদলাতে চলেছে একশো টাকা নোট ৷ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে নতুন ১০০ টাকার নোট জারি করা হচ্ছে ৷ কেমন হবে এই ১০০ টাকার নতুন নোট? তা নিয়ে জল্পনা তুঙ্গে ৷ ১০০ টাকার নোট ইতিমধ্যেই কম পাওয়া যাচ্ছে। বড় টাকার নোটই নিতে হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও। তাই বিকল্প হিসাবে এই পথই বেছে নেওয়া হয়েছে।
সূত্রের খবর, নতুন ১০০ টাকার নোট ছাপানো শুরু হয়ে গিয়েছে। অগাস্টেই বাজারে চলে আসবে। এই নোটের সবচেয়ে বড় বিশেষত্ব হল, হোসাঙ্গাবাদের সিকিউরিটি পেপার মিলে স্বদেশীয় কাগজ এবং কালি ব্যবহার করা ছাপানো হচ্ছে নোটগুলি। তবে ১০০ টাকার এই নতুন নোটের সঙ্গে পুরনো নোটগুলিও বাজারে থাকবে। সেগুলি আপাতত সরিয়ে নেওয়া হবে না বলেই জানা গিয়েছে।