শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো পাকিস্তান

News Sundarban.com :
জুলাই ১৪, ২০১৮
news-image

দুটি পৃথক নির্বাচনী জনসভায় এই বিস্ফোরণ হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হল ১৩২।তফসিল ঘোষণার পর থেকেই পাকিস্তানে নির্বাচনী সংঘাত বেড়েই চলেছে। এর আগে গত ১০ জুলাই পেশোয়ারে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নেতা হারুন বিলোরসহ আরো ১৯ জন নিহত হন। নিহতদের মধ্যে আছেন বালুচিস্তান আওয়ামি পার্টির নেতা সিরাজ রাইসানি। বালুচিস্তানের মাস্তাং এলাকায় তাঁর সভাকে নিশানা করে হামলা করে সন্ত্রাসবাদীরা। ঘটনায় আহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। নিহত এই নেতা হলেন বালুচিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবাব আসলাম রাইসানির ভাই। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
গতকাল শুক্রবার বিকেলে বেলুচিস্তানের মাস্তাং এলাকার আত্মঘাতী বোমা হামলায় বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) নেতা ও প্রার্থী নওয়াবজাদা সিরাজ রায়সানিসহ ২৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৫০ জন। এর আগে সকালে খাইবার পাখতুনখাওয়ায় প্রদেশে মুখ্যমন্ত্রী আকরাম খান দুরানির গাড়ি হামলার ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী সুস্থ থাকলেও সেই হামলায় চারজন মারা গেছেন। আহত হয়েছেন ৩২ জন। গতকাল বৃহস্পতিবার রাতেও বিএপির আরেকটি সমাবেশে হামলায় দুজন আহত হন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হায়দার আলী শিকহ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিকেলে বিএপির নেতা নওয়াবজাদা সিরাজের ওই নির্বাচনী সমাবেশকে উদ্দেশ্য করেই আত্মঘাতী হামলা করা হয়েছে বলে জানা যায়। নিহত সিরাজ বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রায়সানির ছোটো ভাই। আহতদের মাস্তাংয়ের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই বছরের মার্চ মাসে বিএপি গঠিত হয়।