রাজ্য সরকারের নয়া উদ্যোগে কমছে পরিবহণ-খরচ

সুখবর আমজনতার জন্য, রাজ্য সরকারের নয়া উদ্যোগে কমছে পরিবহণ-খরচ। ক’দিন আগেই সারচার্জের বিষয়ে কড়া পদক্ষেপ নেন। অফিস টাইম হোক বা একটু বেশি রাত। বেস ফেয়ারের উপর ইচ্ছামতো সারচার্জ বসিয়ে আর যেমন খুশি ভাড়া নিতে পারবে না। দিনের পর দিন এই ঘটনা ঘটে চলায় শহরবাসী সরব হয়েছি ক্যাবসংস্থাগুলির বিরুদ্ধে। তারপরই এই ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। সারচার্জের বিষয়ে কড়া সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এরপরই বেসপ্রাইস কমানোরও সিদ্ধান্ত নেয় দুই অ্যাপ ক্যাব সংস্থা। শুক্রবার পরিবহণ দফতরকে চিঠি দিয়ে ওলা-উবের সংস্থা জানিয়েছে এ কথা। দুই সংস্থাই জানিয়েছে তারা বেশি সারচার্জ নেবে না। সেইসঙ্গে কমতে চলেছে দুই অ্যাপ ক্যাব সংস্থার বেস প্রাইসও। বেস ফেয়ার ৬০ টাকা থেকে কমিয়ে ৪০ টাকা করা হতে পারে। আর ওলা-উবেরের এই নতুন ভাড়া কার্যকর হবে ২০ জুলাই থেকে। রাজ্য সরকার সারচার্জ বেঁধে দিয়েছে। সেইমতো ৪৫ শতাংশের বেশি সারচার্জ নিতে পারবে না ক্যাব সংস্থাগুলি। রাজ্য সরকার জানিয়ে দেয় সকাল আটটা থেকে রাজ আটটা পর্যন্ত কোনও সারচার্জ নেওয়া যাবে না। এদিন বেস প্রাইসও কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যাপ ক্যাবের পক্ষ থেকে। এবং রাজ্য সরকার নির্দেশ দিয়েছে প্রতি মাসে রিপোর্ট পাঠাতে।