শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনের সুকান্ত কলেজে ভর্তি নিয়ে উলাট পুরাণ , তোলাবাজি নয় নবাগতদের সাহায্য করতে এগিয়ে এলো প্রাক্তনীরা

News Sundarban.com :
জুলাই ১১, ২০১৮
news-image

রাজ্য জুড়ে যখন একের পর এক কলেজে নবাগত ছাত্র ভর্তি নিয়ে একাধিক দুর্নীতি চলছে, ঠিক সেই মুহুর্তে পরিস্থিতি সামাল দিতে রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে হচ্ছে, ঠিক তখন এক অন্য ধরনের চিত্র ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগণা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বাসন্তী ব্লকের ভাঙনখালীর সুকান্ত কলেজে। ছাত্র ভর্তি নিয়ে দুর্নীতির পরিবর্তে এই কলেজের ছাত্র পরিষদের সদস্যরাই কলেজে ভর্তি হতে আসা ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ালেন । সুস্থভাবে ভর্তি প্রক্রিয়া পালন করাই শুধু নয়, দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন এই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। দরিদ্র, দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে ভর্তির টাকা পয়সা ও নিজেরাই চাঁদা তুলে মেটালেন এই সব সদস্যরা। নতুন কলেজে ভর্তি হতে এসে সিনিয়রদের এইভাবে পাশে পেয়ে খুবই খুশি নবাগত ছাত্রছাত্রীরাও।
রাজ্যের বিভিন্ন কলেজে যখন একের পর এক ছাত্র ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে গত কয়েকদিন ধরেই। পরিস্থিতি সামাল দিতে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কলেজে ভর্তি হতে না পেরে দিন তিনেক আগেই এক মেধাবী ছাত্রের আত্মহত্যার ঘটনাও ঘটেছে এ রাজ্যে। শিক্ষাক্ষেত্রে এমন অস্থিরতার পরিস্থিতির মধ্যে এক অনন্য ভিন্ন ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগণা জেলার সুন্দরবনের বাসন্তী ব্লকের সুকান্ত কলেজে। সেখানে ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছ ছবি সমগ্র রাজ্যের কাছে এক অনন্য নজির সৃষ্টি করলো। ভর্তির জন্য তোলাবাজি, দুর্নীতিকে পিছনে সরিয়ে রেখে কলেজের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্ররা বিশেষ করে ছাত্র পরিষদের ছাত্র ছাত্রীরা এগিয়ে এলেন এই কলেজে নবাগত ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ায় সাহায্য করতে। শুধুমাত্র কলেজের ভর্তি ফি দিয়েই কলেজে পড়ার সুযোগ পেয়েছেন এই কলেজে আগত নতুন ছাত্রছাত্রীরা। শুধু তাই নয়, প্রথম বর্ষে ভর্তি হতে আসা দুঃস্থ ছাত্রছাত্রী যাদের ভর্তি ফি দেওয়ার মত টাকা ও ছিল না তাদেরকে  কলেজের পুরাতন ছাত্র ছাত্রীরা নিজেরাই চাঁদা তুলে ভর্তি ফি জোগাড় করে দিয়েছেন। এই ঘটনায় বর্তমান সময়ে সারা রাজ্যের কলেজ গুলির কাছে বিশেষ নজির সৃষ্টি করেছে সন্দরবনের এই কলেজ।  উচ্চ শিক্ষার জন্য যখন শহরতলি, শহর কলকাতা সহ বিভিন্ন কলেজে যখন ভর্তির জন্য গিয়ে বিমুখ হতে হয়েছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার সাধারণ ছাত্রছাত্রীদের সেখানে এই সুকান্ত কলেজে সিনিয়র দাদা দিদিদের পাশে পেয়ে খুশি নবাগত ছাত্রছাত্রী থেকে সকল অভিভাবক। এ বিষয়ে সুকান্ত কলেজের তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম সদস্য গালিব সরদার বলেন, “ রাজ্য জুড়ে যখন বিভিন্ন কলেজে দুর্নীতি চলছে তখন আমরা সুন্দরবনের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের ভর্তি প্রক্রিয়ায় সাহায্য করেছি মাত্র। এটা আমাদের নৈতিক কাজ বলেই আমরা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মনে করি”। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণাভ ঘোষ ও ভীষণ খুশি এই কলেজের ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে পেরে।
এমন কাজের জন্য কলেজ চত্বরে তৈরী হয় উৎসবের পরিবেশ।

Attachments area