শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শহর কলকাতার লাইফ লাইন হলুদ ট্যাক্সি

News Sundarban.com :
জুলাই ১১, ২০১৮
news-image

কলকাতার ঐতিহাসিক স্বাক্ষর বহন করে চলছে হলুদ ট্যাক্সি। সে যেন এই শহরবাসির নস্ট্যালজিয়া সাথে জড়িয়ে আছে। কিন্তু বর্তমানে অ্যাপ ক্যাবের যুগে অস্তিত্ব সঙ্কটে কলকাতার হলুদ ট্যাক্সি। এবার ঐতিহ্য রক্ষায় আসরে নামল রাজ্য পর্যটন দফতর। ট্যুর অপারেটরদের কাছে তাদের প্রস্তাব, কলকাতা ভ্রমণে কাজে লাগানো হোক হলুদ ট্যাক্সি। রাজ্যের ভাবনাকে স্বাগত জানালেন পর্যটন ব্যবসায়ীরাও। শহর কলকাতার এক সময়ের লাইফ লাইন। রাস্তায় তার দেখা মেলে কখনও সখনও।অ্যাপ ক্যাবের স্বাচ্ছন্দ্যে ক্রমশ অভ্যস্থ হচ্ছে নাগরিক কলকাতা। তাছাড়া, ১৫ বছরের বেশি পুরোন ট্যাক্সি রাস্তায় নামানোও বেআইনি। ফলে হারিয়ে যাচ্ছে কলকাতার ট্রেড মার্ক পেট মোটা হলুদ ট্যাক্সি। এবার সেই গাড়িতেই পর্যটকদের কলকাতা ঘোরানোর কথা ভাবছে রাজ্য সরকার।
রাজ্যের ভাবনাকে স্বাগত জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। পরিকল্পনা রূপায়নে বেশ কিছু প্রস্তাব দিয়েছেন তাঁরা। ট্যুর অপারেটরদের পরামর্শ, বাইরের কাঠামো অপরিবর্তিত রেখে হলুদ অ্যাম্বাস্যাডরে বসানো হোক অত্যাধুনিক সরঞ্জাম। গাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, জিপিএস ইনস্টল করা হোক। গাড়ির আসনগুলি আরও আরামদায়ক করা হোক। ট্যাক্সিচালকদের গাইডের প্রশিক্ষণ দেওয়া হোক। পর্যটকদের ঘোরানোর জন্য নির্দিষ্ট রুট তৈরিরও প্রস্তাব দিয়েছেন ট্যুর অপারেটররা। পর্যটকরাও চান, কলকাতায় টিকে থাকুক হলুদ ট্যাক্সি। কলকাতা ঘোরার বেস্ট আইডিয়া এর থেকে আর কিছু হতে পারে না। দাবি ট্যাক্সিচালকদেরও। রাজ্যের পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত অক্সিজেন জোগাবে কলকাতার হলুদ ট্যাক্সিকে। এখন সেই দিনেরই অপেক্ষায় পর্যটন ব্যবসায়ী থেকে ট্যাক্সিচালকরা।