সুন্দরবনের পরিবেশ রক্ষার জন্য ১৬০০ নিম গাছ লাগালো মাতলা ১ নং গ্রাম পঞ্চায়েত

দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং-১ ব্লকের মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সুন্দরবনের পরিবেশ রক্ষার তাগিদে প্রায় ১৬০০ নিম গাছের চারা লাগানো হল এলাকায়। ক্যানিং এর পুরাতন নৌকাঘাট রোড থেকে মাতলা ব্রীজ পর্যন্ত প্রায় ২ কিমি রাস্তার পাশে ১০০ দিনের কাজের প্রকল্পে এলাকার মহিলাদের দিয়ে এই নিম গাছ লাগানোর কাজ করলো মাতলা ১ গ্রাম পঞ্চায়েত। এর পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ লাগানোর ও উদ্যোগ নেওয়া হয়েছে।
নিম গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে এবং মানব জীবনে কতটা উপকারি তা কারোর কাছে অজানা নয়। এই নিম একটি ঔষধি গাছ যার ডাল, পাতা, রস, সবই কাজে লাগে। নিম বহু বর্ষজীবি ও চিরহরিৎ বৃক্ষ।এই নিম গাছ বাতাসে কার্বন ডাই অক্সাইড নিয়ন্ত্রণে যথেষ্ট কার্যকরী। তাছাড়া নিম গাছ সহজে মরেও না। এক একটি গাছ প্রায় গড়ে চল্লিশ বছর পর্যন্ত বাঁচে। সেই কারণেই মাতলা ১নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই নিমগাছ লাগানোর পরিকল্পনা করা হয়। এদিনের বৃক্ষরোপণ কর্মসূচীতে মাতলা ১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্য, দক্ষিণ ২৪ পরগনা বিভাগীয় বন দফতরের বিভিন্ন কর্মী ও আধিকারিক এবং ক্যানিং ব্লক প্রশাসনের বিভিন্ন কর্তারা অংশ গ্রহণ করেন।