শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রথ উপলক্ষে নজরে রেল পরিষেবা

News Sundarban.com :
জুলাই ১০, ২০১৮
news-image

রথ যাত্রায় লাখ লাখ ভক্তদের সামলাতে প্রস্তুত ইস্ট কোস্ট রেল৷ স্বচ্ছ ভারত অভিযানকে সামনে রেখে পরিচ্ছন্নতার উপর নজর দিয়েছে প্রশাসন৷পরিচ্ছনন্নতা, বাড়তি ট্রেনের উপর জোর দিয়ে সেজে উঠেছে রেল পরিষেবা৷ তবে সবচেয়ে বেশি নজরে স্টেশন পরিচ্ছনন্নতা৷১৪ জুলাই শুরু রথ যাত্রা৷ তার আগেই ঢেলে সাজছে পুরীর রেল স্টেশন৷ গোটা পুরী জুড়েই গুরুত্ব পাচ্ছে স্বচ্ছ ভারত অভিযান৷ কেন্দ্রের তরফেও নির্দেশ পেয়েছে ওড়িশা সরকার৷ তথ্য অনুযায়ী স্বচ্ছ ভারত অভিযানে সবচেয়ে পিছিয়ে ওড়িশা৷ কেন্দ্রের নির্দেশেই এই স্বচ্ছ ভারত অভিযানের প্রচারকে গুরুত্ব দিচ্ছে ওড়িশা প্রশাসন৷ তথ্য অনুযায়ী সব রাজ্যে ১০০ শতাংশ স্বচ্ছ ভারত প্রকল্প সফল, ওড়িশায় সেই হার মাত্র ৫৮.০৯ শতাংশ৷ সেই দিকে লক্ষ্য রেখেই রথ যাত্রায় গুরুত্ব পাচ্ছে স্বচ্ছ ভারত অভিযান৷ যা সবচেয়ে বেশি ধরে রাখতে চাইছে ইস্ট কোস্ট রেল৷
প্রতিদিনই স্টেশনে চলছে সাফাইয়ের কাজ৷ শুধু সাফাইয়ের কাজে নিয়োগ করা হয়েছে কর্মী৷ রথ যাত্রার প্রবেশ পথ পুরীর রেল স্টেশন বলে মনে করছে রেল কর্তৃপক্ষ৷ সেভাবেই তাই স্টেশনকে পরিচ্ছন্ন রাখা ও সাজানোর কাজ চলছে৷ ইস্টকোস্ট রেলের জেনারেল ম্যানেজার, উমেশ সিং জানাচ্ছেন,‘ রথ যাত্রায় পুরীর বিশ্ব দরবারে অন্যরকম গুরুত্ব পায়৷ সেই কথা মাথায় রেখেই সাজছে রেল স্টেশন৷ শুধু রেল স্টেশন নয়, রেল পরিষেবার উপরও বাড়তি জোর দেওয়া হচ্ছে৷ মোট ১৮৪টি বিশেষ ট্রেন ঘোষণা করেছে ইস্ট কোস্ট রেল৷ রথ যাত্রা উপসক্ষে চলবে বিশেষ ট্রেনগুলি৷ এছাচটাও, ভক্তদের জন্য থাকছে বিশেষ ১০টি ট্রেন৷ এছাড়াও থাকছে বিশেষ সুরক্ষা ব্যবস্থা৷ পর্যাপ্ত সিসিটিভ রাখা হচ্ছে স্টেশন ও স্টেশন চত্বরে৷ রথের ভিড় সামলাতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জিআরপি ও আরপিএফদের৷ পুরীতে আসা প্রত্যেকটি ট্রেনের তল্লাশি চলবে৷
রথযাত্রা বিশেষ অ্যাপ চালু করেছে রেল৷ যেখানে দেখা যাবে সমস্ত নতুন ও পুরনো ট্রেনের সময়সূচি৷ পথে কোনও ট্রেন বিপদের মুখে পড়লেও অ্যাপের মাধ্যমে তা জানতে পারা যাবে৷ এছাড়াও ট্রেনের লাইভ আপডেট দেখা যাবে স্টেশনের স্ক্রিনে৷ পাশপাশি থাকবে রেল দুর্ঘটনা আটকাতে বিশেষ ট্রাক৷ যা সবসময় পুরী স্টেশনে ঘুরবে৷

১৪ জুলাই শুরু রথ যাত্রা৷ তার আগেই ঢেলে সাজছে পুরীর রেল স্টেশন৷ গোটা পুরী জুড়েই গুরুত্ব পাচ্ছে স্বচ্ছ ভারত অভিযান৷ কেন্দ্রের তরফেও নির্দেশ পেয়েছে ওড়িশা সরকার৷ তথ্য অনুযায়ী স্বচ্ছ ভারত অভিযানে সবচেয়ে পিছিয়ে ওড়িশা৷ কেন্দ্রের নির্দেশেই এই স্বচ্ছ ভারত অভিযানের প্রচারকে গুরুত্ব দিচ্ছে ওড়িশা প্রশাসন৷ তথ্য অনুযায়ী সব রাজ্যে ১০০ শতাংশ স্বচ্ছ ভারত প্রকল্প সফল, ওড়িশায় সেই হার মাত্র ৫৮.০৯ শতাংশ৷ সেই দিকে লক্ষ্য রেখেই রথ যাত্রায় গুরুত্ব পাচ্ছে স্বচ্ছ ভারত অভিযান৷ যা সবচেয়ে বেশি ধরে রাখতে চাইছে ইস্ট কোস্ট রেল৷