বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাপের মুখে প্রবেশিকা ফিরছে যাদবপুরে

News Sundarban.com :
জুলাই ১০, ২০১৮
news-image

অবশেষে প্রবেশিকা ফিরছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৷শুক্রবার রাত থেকে টানা অনশন। প্রবেশিকা বিতর্কে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন যাবদপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে ৮৪ ঘণ্টারও বেশি সময় ৷ অনশনের জেরে এক ছাত্রী-সহ কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার সকালেও অনশনরত আরও দুই পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে ২৭ জুনের সিদ্ধান্তই বহাল রইল যাদবপুরে ৷ কলা বিভাগের ৬টি বিষয়েই প্রবেশিকা পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এদিন সন্ধ্যায় ইসি’র দ্বিতীয়বার বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয় ৷ জানা গিয়েছে, এই সিদ্ধান্তের বিপক্ষে উপাচার্য এবং সহ-উপাচার্য ৷
প্রবেশিকা নিয়ে সিদ্ধান্ত নেবেন রেজিস্ট্রার ৷ এছাড়া সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেবেন কলা বিভাগের ডিনও ৷ এরই সঙ্গে অনশন তুলতে পড়ুয়াদের আর্জি জানানো হয়েছে ৷