শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
জুলাই ৯, ২০১৮
news-image

ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। সোমবার উত্তরকন্যায় জলপাইগুড়ির প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সরকারের তরফে ব্যয় সংকোচের নির্দেশ দেওয়ার পর এবার মুখ্যমন্ত্রী যাত্রা পথে সেভাবে নেই সরকারি পোস্টার কিংবা ব্যানার। সরকারের তরফে ব্যয় সংকোচের নির্দেশ দেওয়ার পর এবার মুখ্যমন্ত্রী যাত্রা পথে সেভাবে নেই সরকারি পোস্টার কিংবা ব্যানার।সন্ধ্যায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মঙ্গল ও বুধবার বৈঠক রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। মঙ্গলবার কোচবিহারের চ্যাংড়াবান্ধায় বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার কোচবিহার জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। ওই দিনই তাঁর কোচবিহার প্রেস ক্লাবের ভবনের উদ্বোধন করার কথা রয়েছে। পরের দিন ১১ জুলাই উত্তরকন্যায় তাঁর আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ১২ তারিখ উত্তরকন্যায় টি ডিরেক্টরেটের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। মূলত চাবাগান সমস্যা নিয়েই সেই বিশেষ বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, এবার সফরে তিন জেলায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, তবে পাহাড়ে যাচ্ছেন না তিনি।