মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মঙ্গলবার থেকে সার্কাস এভিনিউ-এর একাংশ বন্ধ থাকবে

News Sundarban.com :
জুলাই ৮, ২০১৮
news-image

মা উড়ালপুলের সঙ্গে যুক্ত করা হচ্ছে এজেসি বোস রোড ফ্লাইওভারকে। এই কাজের জন্য  একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। সার্কাস এভিনিউ, কড়েয়া রোড, বেকবাগানের একাংশ বন্ধ রাখার কথা জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।
সার্কাস এভিনিউ থেকে এজেসি বোস রোডের দিকে যাওয়ার নাসিরুদ্দিন রোড বন্ধ রাখা হবে। রাস্তার ওই অংশে ব্রিজের গার্ডার লাগানোর কাজ বাকি রয়েছে। গার্ডার লাগানোর কাজ শেষ হয়ে গেলে ওই রাস্তা আবার খুলে দেওয়া হবে। কড়েয়া রোড থেকে বেকবাগান পর্যন্ত রাস্তার অংশে যান চলাচল বন্ধ রাখা হবে। বলা যেতে পারে পার্ক সার্কাস সেভেন পয়েন্টস থেকে একেবারে মিন্টো পার্ক পর্যন্ত রাস্তার অংশে যান চলাচন বন্ধ রাখা হবে। দুপুর একটা পর্যন্ত বাস-মিনিবাস যাবে পার্ক স্ট্রিট দিয়ে। তারপর রাত নটা পর্যন্ত বাস যাবে শেক্সপিয়র সরণি দিয়ে। ছোট গাড়ি কংগ্রেস এগজিবিশন রোড দিয়ে নাসিরুদ্দিন রোড ধরবে। তারপর ওই গাড়ি কড়েয়া হয়ে, ওয়েস্ট রেঞ্জ রোড হয়ে এজেসি বোস রোড ধরবে। বাস ও ভারী গাড়ির ক্ষেত্রে সৈয়দ আমির আলি এভিনিউ থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টসের দিকে যাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। ডাইভার্সানের জেরে হয়রানি যে হতে পারে তা স্বীকার করে নেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের তরফ থেকে।