শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যাদবপুরে অব্যাহত অচলাবস্থা

News Sundarban.com :
জুলাই ৭, ২০১৮
news-image

প্রবেশিকা ফিরিয়ে আনার দাবিতে অনড় পড়ুয়ারা ৷ প্রবেশিকা বিতর্কে সরগরম কাল রাত থেকে অনশনে আন্দোলনকারীরা ৷ আগামিকাল দুপুর ১২টা অবধি কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়েছে চূড়ান্ত সময়সীমা দিয়েছেন পড়ুয়ারা ৷ পড়ুয়াদের দাবি না মানলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা ৷
গতকাল রাত থেকে আন্দোলনের ঝাঁঝ বদলে অনশনে বসেছেন যাদবপুরের পড়ুয়ারা ৷ পড়ুয়াদের দাবি, যেভাবে প্রতিনিয়ত সরকারি হস্তক্ষেপ আসছে ৷ তা মেনে নিচ্ছে কর্তৃপক্ষ ৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বাধিকার রয়েছে ৷ সমস্ত ক্ষেত্রে সরকারের দাবি মেনে নেওয়া একেবারেই ঠিক নয় বলে দাবি করলেন আন্দোলনকারীরা ৷ একইসঙ্গে আগামিকাল দুপুর ১২টার মধ্যে দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল অনশনরত পড়ুয়ারা ৷ অন্যদিকে, ৩ জুলাই থেকে ৬ জুলাই অ্যাডমিশন টেস্ট নেওয়ার কথা ছিল। ৯ জুন সেই নোটিসও বেরিয়েছিল। কিন্তু, সোমবার আচমকা সেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তার জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ছাত্র বিক্ষোভ। রাতভর ঘেরাও করে রাখা হয় উপাচার্য সুরঞ্জন দাস, রেজিস্ট্রার এবং কর্মসমিতির অন্য সদস্যদের। দিনের পর দিন অনশনে যাদবপুর থেকে নাকি মন সরছে সুরঞ্জন দাসের ৷ বিশ্ববিদ্যালয়ে বারবার ঘেরাওয়ে বিরক্ত উপাচার্য নাকি সেকথা সরাসরি আচার্য রাজ্যপালকে জানিয়েও এসেছেন। তবে তিনি পদত্যাগ করবেন কিনা, তা নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি সুরঞ্জন দাস।