শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যাত্রী সুরক্ষায় এবার স্মার্ট ক্যাবগুলিতে সিসিটিভি

News Sundarban.com :
জুলাই ৭, ২০১৮
news-image

কয়েকদিন আগেই অ্যাপ ক্যাব সংস্থাগুলির থেকে চালকদের পুলিস ভেরিফিকেশনের সম্পূর্ণ তথ্য চায় পরিবহণ দফতর। সে রিপোর্টও ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। এছাড়াও ব্যস্ত সময়ে অ্যাপ ক্যাবের সারচার্জ বৃদ্ধি নিয়ে কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কোনও ভাবেই সারচার্জ ৪৫ শতাংশের বেশি হবে না। সূত্রের খবর , পরিবহণ দফতরের তরফে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে সারচার্জ নিলে চালকদের কমিশনও বাড়াতে হবে। প্রতিমাসে সরকারকে রিপোর্ট পাঠানোর নির্দেশিকাও জারি করা হয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্যে স্মার্ট ক্যাবগুলির সারচার্জ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার। যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার অ্যাপ ক্যাবে সিসিটিভি বসানোর পরিকল্পনা নিল রাজ্য পরিবহণ দফতর। এ বিষয়ে ইতিমধ্যেই অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে সরকারের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে।
আবার অন্যদিকে, বিভিন্ন সময়ই অ্যাপ ক্যাবের চালকদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগ, অনেক সময়ই অ্যাপ ক্যাবের চালকদের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন যাত্রীরা। তাঁদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়েছে। ভবিষ্যতে এরকম কোনও অভিযোগ উঠলে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যাতে ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে আশাবাদী সরকার। আর সেকারণেই রাজ্য পরিবহণ দফতরের তরফে এই উদ্যোগ।