শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনে হেলিকাপ্টার পরিষেবা চালু করতে শুরু হল পরীক্ষামূলক উড়ান

News Sundarban.com :
জুলাই ৫, ২০১৮
news-image

সব কিছু ঠিক থাকলে আগামী দিনে সুন্দরবনে ও শুরু হতে পারে হেলিকাপ্টার পরিষেবা। মাস কয়েক আগে সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং এর মাতলা ২ গ্রাম পঞ্চায়েতের আমড়াবেরিয়া গ্রামে দমকল ভবনের পাশে তৈরি হয় স্থানীয় হেলিপ্যাড। সেই হ্যালিপ্যাডে বুধবার পরীক্ষামূলক ভাবে হেলিকাপ্টার এর পরীক্ষামূলক উড়ান শুরু হল।

সারা বছর ধরে একদিকে যেমন কেন্দ্র ও রাজ্য সরকারের মন্ত্রীরা বিভিন্ন জরুরী কাজে সুন্দরবন ভ্রমণে বা এই এলাকায় কাজকর্মের জন্য আসেন, তেমনি অন্যদিকে সারা বছর ধরে দেশ বিদেশের বহু ভি ভি আই পি আসেন এই সুন্দরবন এলাকায়। পাশাপাশি আগামী দিনে সুন্দরবনের পর্যটনকে আরও জনপ্রিয় করে তুলতে এই হেলিকাপ্টার পরিষেবা আগামী দিনে চালু হবে বলে আশাবাদী রাজ্য সরকার। সেই কারণেই এদিন পরীক্ষামূলকভাবে এই স্থায়ী হেলিপ্যাড থেকে উড়ান ও হেলিকাপ্টারের অবতরণ করানো হয়। এদিন হেলিকাপ্টার দেখতে আশপাশের মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই এই হ্যালিপ্যাডে নামা হেলিকাপ্টারের সাথে দাঁড়িয়ে ছবি ও তুলতে থাকেন। আগেই দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরে এই হেলিকাপ্টার পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। এবার সুন্দরবনের ক্যানিং এ এই পরীক্ষামূলক উড়ান সাফল্য পাওয়ায় এই এলাকাতে ও হেলিকাপ্টার পরিষেবা অদূর ভবিষ্যতে চালু হবে বলে আশাবাদী এলাকার সাধারণ মানুষ। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি শৈবাল লাহিড়ী বলেন, “ রাজ্যের পর্যটন মানচিত্রে সুন্দরবনকে আরও আকর্ষণীয় করে তুলতে রাজ্য সরকারের এই উদ্যোগ। তবে এখুনি শুধুমাত্র ভিভিআইপিদের জন্য এই হেলিকাপ্টার পরিষেবা চলবে। তবে আগামী দিনে সাধারণ মানুষও এই পরিষেবার সুযোগ পাবেন”।