বাসন্তীতে মদ্যপের হাতে আক্রান্ত কিশোর, প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদীও আক্রান্ত

এক মদ্যপ ব্যাক্তির হাতে আক্রান্ত হল এক কিশোর। বছর দশেকের কিশোর সামিম খাঁকে বেধড়ক ঠ্যাঙানীর পাশাপাশি তাকে উলঙ্গ করে পুকুরে চোবানো হয় বলে অভিযোগ। এই ঘটনার আভিযোগের তীর স্থানীয় বাসিন্দা গুঁজা খাঁয়ের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গুঁজা খাঁ ও তার পরিবারের হাতে আক্রান্ত হয়েছেন নিগৃহীত কিশোরের দিদি রেহেনা মোল্লা সহ পাচ জন জখম হয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে রেহেনা মোল্লার অবস্থা আশংকাজনক। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার তিতকুমার গ্রামে।
এদিন দুপুরে বাড়ির সামনে খেলা করছিল বছর দশেকের কিশোর সামিম ও অন্যান্যরা। সেই সময় সেখানে উপস্থিত হয় গুঁজা খাঁ। মদ্যপান করে সেখানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে গুঁজা। এরই মধ্যে সামিমকে ধরে তাঁর প্যান্ট খুলে দিয়ে দু পা ধরে ঘোরাতে থাকে অভিযুক্ত। এই ঘটনা দেখতে পেয়ে প্রতিবাদ করেন সামিমের দিদি রেহেনা মোল্ল্যা।সেই সময় রেহেনাকে ও অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি সামিমকে ধরে পুকুরের জলে চুবিয়ে ধরে অভিযুক্ত গুঁজা খাঁ। চিৎকার চেঁচামেচি শুনে সামিমের পরিবারের অন্যান্যরা ছুটে এলে তাদেরকে ও গালিগালাজ করে। এমন সময় গুঁজার পরিবারের সদস্যরা এসে আবার ও হামলা চালায় তাদের উপর। ঘটনাকে কেন্দ্র করে এলাকা ব্যাপক উত্তেজনা ছড়ায়। এ বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। ঘটনার পর থেকে এলাকা ছাড়িয়ে পালিয়েছে অভিযুক্ত গুঁজা খাঁ ও তাঁর পরিবারের লোকজন।