ফের পর্দায় ফিরছে শাহরুখ-কাজল জুটি

ফের পর্দায় ফিরছে শাহরুখ-কাজল জুটি।বলাই বাহুল্য এখবর শুনে এই জুটির ভক্তদের মুখে যে হাসি ফুটবে । শেষবার শাহরুখ-কাজলকে একসঙ্গে দেখা গিয়েছিল রোহিত শেট্টির ‘দিলওয়ালে’ তে। সেই রাজ-সিমরন, রাহুল-অঞ্জলি থেকে শুরু করে শাহরুখ-কাজলের প্রায় বেশিরভাগ ফিল্মি জুটিই দর্শকদের ভালোবাসা পেয়ে এসেছে।
অনেকে বলেন, শাহরুখ-কাজলের মতো হিট রোম্যান্টিক হিট জুটি বলিউডে খুব কমই আছে। তাঁদের ফিল্মি রোম্যান্স যেন দর্শকদের যেেন সম্মোহিত করে। এবার সেই ম্যাজিককেই ফের একবার কাজে লাগাতে তাঁদের কাছের বন্ধু করণ জোহর। ফের একাবর পর্দায় ফেরাতে চলেছেই বলিউডের এই ম্যাজিক্য়াল জোড়িকে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি করণ শাহরুখ-কাজলের জন্য চিত্রনাট্য তৈরি করা শুরু করে দিয়েছেন। পিঙ্ক ভিলার একটি সূত্র জানাচ্ছে, ” পুরো বিষয়টিই এখনও প্রথমিক পর্যায়ে আছে। করণের সঙ্গে শাহরুখ-কাজলের সম্পর্ক খুবই ভালো। করণ দুজনকেই সিনেমার গল্পটা শুনিয়েছে এবং তাঁদেরকে ফের একসঙ্গে ফেরানোর ইচ্ছে প্রকাশ করেছে। যদিও শাহরুখ ও কাজল দুজনের কেউই এখনও ছবির জন্য সই করেননি। তবে তাঁরা পর্দায় একসঙ্গে ফিরলে সিনেমা হিট হবে নিশ্চিত।”